হোম > খেলা > ফুটবল

সুস্থ হয়েই মেসিকে অভিনন্দন জানালেন পেলে 

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ১০ সেপ্টেম্বরের সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। এই হ্যাটট্রিকে মেসি তখন ছাড়িয়ে যান ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। 

তবে সেপ্টেম্বরের শুরু থেকে শরীরটা ভালো যাচ্ছি না পেলের। নিজের রেকর্ড ভাঙায় মেসিকে অভিনন্দন জানানোর সুযোগও হচ্ছিল না তাঁর। এবার কিছুটা সুস্থ হয়েই আগে মেসিকে অভিনন্দন জানালেন পেলে। 

লাতিন আমেরিকার ফুটবলে ৭৭ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এত দিন শীর্ষে ছিলেন পেলে। তবে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে পেলেকে টপকে গেছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের গোল এখন ৭৯। 

মেসি রেকর্ড ভাঙার পর থেকেই হাসপাতালে ভর্তি পেলে। একাধিকবার আইসিইউতেও যেতে হয়েছে ফুটবলের জীবন্ত নক্ষত্রকে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে তো আর অভিনন্দন জানানো যায় না। 

তবে সুস্থ হয়ে মেসিকে অভিনন্দন জানাতে সময় নেননি পেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘মেসি আমি দুঃখিত দেরি করে ফেলায়। যাই হোক, এ মাসের শুরুতে আরেকটি রেকর্ড ভাঙার জন্য তোমাকে অভিনন্দন জানানোর সুযোগ হাতছাড়া করতে চাইনি।’ 

মেসিকে অভিনন্দন জানানোর পাশাপাশি আগামী দিনের জন্য শুভকামনাও জানিয়েছেন পেলে। মেসির প্রতিভা অসাধারণ আখ্যা দিয়ে পেলে লিখেছেন, ‘তোমার ফুটবলীয় প্রতিভা অসাধারণ! আশা করি তুমি নেইমার ও এমবাপ্পের পাশে থেকে আরও অনেক কিছু জিতবে’।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা