হোম > খেলা > ফুটবল

‘গোলবন্যার’ ম্যাচ জয়ে ভীষণ উচ্ছ্বসিত রোনালদো 

সৌদি প্রো লিগে গতকাল যেন হয়েছে গোলের উৎসব। আল নাসর ও আল আহলি সৌদি একের পর এক গোল করেই যাচ্ছিল। শেষ পর্যন্ত জয় পেয়েছে আল নাসর। দলের জয়ে ভীষণ উচ্ছ্বসিত ক্রিস্টিয়ানো রোনালদো।

কেএসইউ ফুটবল ফিল্ডে গতকাল খুব দ্রুতই এগিয়ে যায় আল নাসর। ৪ মিনিটে সাদিও মানের পাস থেকে গোল করেন রোনালদো। এরপর ১৭ মিনিটে তালিসকার গোলে ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। তালিসকার গোলে অ্যাসিস্ট করেছেন অ্যায়মেরিক লাপোর্তে। ৩০ মিনিটে ফ্র্যাঙ্ক কেসির গোলে ব্যবধান কমায় আল আহলি সৌদি। আল আহলি ব্যবধান কমালেও আল নাসরের গোল করতে খুব একটা সময় লাগেনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৬ মিনিটে তালিসকার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর অল্প সময়ের মধ্যে ব্যবধান কমায় আল আহলি সৌদি। ৫০ মিনিটে পেনাল্টিতে গোল করেন রিয়াদ মাহরেজ। ঠিক ২ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে নেয় আল নাসর। ৫২ মিনিটে তালিসকার অ্যাসিস্টে গোল করেন রোনালদো। এরপর ৮৭ মিনিটে ফেরাস আলব্রাইকানের গোলে ব্যবধান কমায় আল আহলি। আর শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড ফেসবুকে গোল উদ্‌যাপনের ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘২ গোল করে ভীষণ উচ্ছ্বসিত। বিশেষ করে দলের এমন গুরুত্বপূর্ণ জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। ঘরের মাঠে ভক্ত-সমর্থকেরা আমাদের দারুণ সমর্থন দিয়ে যাচ্ছেন।’

সৌদি প্রো লিগে এ নিয়ে টানা ৫ জয় পেয়েছে আল নাসর। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে তালিকার পাঁচ নম্বরে আছে তারা। রোনালদোও এই টানা পাঁচ ম্যাচে গোল পেয়েছেন। এবারের সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৯ গোল করেছেন এবং ৪ গোলে অ্যাসিস্ট করেছেন। লিগে সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ডই। আর এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২৭ ম্যাচ খেলে তিনি করেছেন ২৩ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন।

ফিফা দ্য বেস্টের পুরস্কার উঠছে কার হাতে

মেসি ভারতে আর কত দিন থাকবেন

মেসিকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন জয় শাহ

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

ম্যাচ জিতেও অসন্তুষ্ট রিয়াল কোচ

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা