হোম > খেলা > ফুটবল

ফিফা উইন্ডোর জন্য বাফুফের ‘গণ দাওয়াত’

আজকের পত্রিকা ডেস্ক­

ফিফা উইন্ডোর জন্য ‘গণ দাওয়াত’-এর আয়োজন করেছে বাফুফে। ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। কিন্তু এক এক করে সৌদি আরব, মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে আমন্ত্রণ জানিয়েও কোনো সাড়া মেলেনি। শেষ পর্যন্ত বাফুফে জানায় ফেব্রুয়ারিতে আর প্রীতি ম্যাচ খেলা হবে না মেয়েদের। তবে মার্চের উইন্ডোটা তারা কাজে লাগাতে চায়। এবার আর দুই তিনটি দল নয় গুনে গুনে ১৩টি দলকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফে।

বাফুফে ভবনের সামনে সংবাদ সম্মেলনে আজ এমনটাই বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, ‘মার্চ উইন্ডোর জন্য আমরা কমপক্ষে ১৩টি দেশকে আমন্ত্রণপত্র পাঠিয়েছি। এখান থেকে সংক্ষিপ্ত তালিকা হলে আপনাদের জানাতে পারব কারা খেলতে আসছে।’

এ দিকে সাফ জেতার পর অনির্দিষ্টকালের ছুটি শেষে গতকাল ক্যাম্পে ফেরা শুরু করেছে মেয়েরা। প্রথম দফায় ১৩ জন খেলোয়াড়ের আসার কথাই বললেন বাফুফের সাধারণ সম্পাদক। বাকিরাও দুই একদিনের মধ্যে ক্যাম্পে যোগ দেবেন, ‘মেয়েদের ক্যাম্প শুরু হয়েছে। ৩১ ফুটবলারের মধ্যে এখন পর্যন্ত ১৩ জন যোগ দিয়েছে। রাতের মধ্যে আরও কয়েকজন আসবেন। তবে কয়েকজন ব্যক্তিগত সমস্যা এবং অসুস্থতার কারণে যোগ দিতে পারেনি। আশা করি তারাও ১৮ জানুয়ারির মধ্যে ক্যাম্পে চলে আসবেন।’

জুনে এএফসি এশিয়ান কাপ বাছাই। সেই আসরকে সামনে রেখেই এই ক্যাম্প। যদিও এখনো সাবিনাদের কোচের নাম আনুষ্ঠানিকভাবে জানায়নি বাফুফে। তার আগেই ক্যাম্প শুরু। প্রধান কোচ আসার আগে আপাতত সহকারীদের অধীনে চলবে প্রস্তুতিটা। আর শিগগিরই কোচের নাম প্রকাশ করবে বাফুফে। এমনটাই বলেছেন তুষার, ‘এখনো মেয়েদের কোচ চূড়ান্ত হয়নি। তার আগে সহকারী কোচের অধীনে ক্যাম্প চলবে। আপাতত ফিটনেসেই গুরুত্ব দেবে মেয়েরা।’

সংবাদ সম্মেলনে আজ কথা বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ছবি: বাফুফে

মেয়েদের প্রস্তুতির পাশাপাশি পুরুষ ফুটবল দলের প্রস্তুতি ও কোচ নিয়োগ নিয়েও এ দিন সাংবাদিকেরা বাফুফের সাধারণ সম্পাদকের কাছে জানতে চান। যেহেতু মার্চে ভারতের মাটিতে ছেলেদের এশিয়ান কাপের বাছাই। কিন্তু প্রস্তুতি দূরে থাক এখনো কোচও নিয়োগ দেয়নি বাফুফে। এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি তুষার।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা