হোম > খেলা > ফুটবল

ইউনাইটেডের বড় জয়েও বিরক্ত টেন হাগ

এরিক টেন হাগকে সন্তুষ্ট করা যেন অনেক কঠিন। ম্যানচেস্টার ইউনাইটেড দারুণ ছন্দে থাকলেও তিনি ভুলত্রুটি খুঁজে বের করেন। গতকাল ওল্ড ট্রাফোর্ডে লেস্টার সিটিকে ৩-০ গোলে ম্যান ইউ হারালেও শিষ্যদের পারফরম্যান্সে বেশি সন্তুষ্ট ছিলেন না টেন হাগ। 

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল প্রথমার্ধে তুলনামূলক বেশি আক্রমণাত্মক খেলে লেস্টার সিটি। ইউনাইটেডের রক্ষণদুর্গে বেশ কয়েকবার হানা দেয় ফক্সরা। তবে ইউনাইটেড গোলরক্ষক ডেভিড দি গিয়ার কল্যাণে গোলমুখ খুলতে পারেনি ফক্সরা। ম্যাচের ৮ মিনিটে লেস্টার সিটির মিডফিল্ডার হার্ভে বার্নস সরাসরি গোল করার সুযোগ পেলেও তা ব্যর্থ করে দেন দি গিয়া। এরপর ২০ মিনিটে লেস্টার ফরোয়ার্ড কেলেসি ইহিয়ানাচোর গোল দুর্দান্তভাবে সেইভ করেছেন ম্যান ইউ গোলরক্ষক। দি গিয়ার প্রশংসা করলেও প্রথমার্ধের খেলা মোটেও ভালো লাগেনি টেন হাগের। ইউনাইটেড কোচ বলেন, ‘প্রথমার্ধে লেস্টার দারুণ খেলেছে। আমরা খুব জঘন্য খেলেছি। আমাদের খেলায় সমস্যা ছিল। তবে দাভিদ দি গিয়ার কারণে প্রথমার্ধে আমরা ক্লিনশিট রাখতে পেরেছি।’ 

প্রথমার্ধের চেয়ে ম্যান ইউর দ্বিতীয়ার্ধে খেলা বরং বেশি ভালো লেগেছে টেন হাগের। দ্বিতীয়ার্ধে দুটি গোল করে রেড ডেভিলরা। শেষ পর্যন্ত লেস্টারকে ৩-০ গোলে হারায় ইউনাইটেড। শিষ্যদের প্রশংসা করে রেড ডেভিলদের কোচ বলেন, ‘প্রথমার্ধের পরে আমরা দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছি। ম্যাচটা দারুণ উপভোগ্য ছিল। আমরা অনেক বেশি গোলের সুযোগ তৈরি করেছি এবং দারুণ গোল করেছি।’ 
 
ইংলিশ প্রিমিয়ার লিগে ২৪ ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ৫ পরাজয়ে ৪৯ পয়েন্ট নিয়ে ম্যান ইউ আছে তিন নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচ খেলে সিটিজেনদের পয়েন্ট ৫২। চলতি মৌসুমে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ২৩ ম্যাচে ১৭ জয়, ৩ ড্র ও ৩ পরাজয়ে গানার্সদের পয়েন্ট এখন ৫৪।

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি