স্ত্রীর সঙ্গে সম্পর্কটা ভালোই যাচ্ছিল বায়ার্ন মিউনিখ কোচ ইউলিয়ান নাগেলসমানের। ১৫ বছরের সম্পর্ক নাগেলসমান ও ভেরেনার। বিয়ে করেছেন ৪ বছর আগে। তবে সবকিছু বদলে গেছে আকস্মিক এক ঝড়ে।
জার্মানির শীর্ষ সংবাদপত্র ‘বিল্ড’-এর বায়ার্ন মিউনিখ প্রতিনিধি লিনা ভুরজেনবার্গারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন নাগেলসমান। এই সম্পর্কের জেরে স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে গেছেন নাগেলসমান। একই কারণে বায়ার্ন প্রতিনিধির পদ হারিয়েছেন লিনাও।
নাগেলসমান-ভেরেনার সম্পর্কে ছেদ পড়ার খবর নিশ্চিত করেছে লিনার পত্রিকা ‘বিল্ড’ই। পরে নিজেদের প্রতিবেদকের সঙ্গে নাগেলসমানের সম্পর্কে জড়ানোর খবরও নিশ্চিত করেছে তারা। তাদের সেই সংবাদের শিরোনাম, ‘নাগেলসমান বিল্ডের প্রতিবেদককে ভালোবাসে।’
এসব ডামাডোলের মাঝেই নতুন প্রেমিকাকে নিয়ে নাগেলসমান ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গেছেন। বিলাসবহুল ইয়টে দুজনের কাটানো অন্তরঙ্গ মুহূর্তের ছবিও সামনে এসেছে। তাঁদের সম্পর্কে জড়ানোর খবর বায়ার্ন কর্তৃপক্ষেরও নাকি অজানা নয়।