হোম > খেলা > ফুটবল

হালান্ডের রেকর্ডে শীর্ষে সিটি, জিতল ইউনাইটেডও

ম্যানচেস্টার সিটিতে এসেই যেন পুরোদস্তুর ‘গোলমেশিন’ হয়ে গেছেন আর্লিং হালান্ড। গোল করে একের পর এক রেকর্ডে নিজের নাম লিখা করে নিচ্ছেন নরওয়ের এই স্ট্রাইকার। ফুলহামের বিপক্ষে আজ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচেও গড়েছেন রেকর্ড। হালান্ডের রেকর্ডের দিনে শীর্ষে উঠল ম্যানচেস্টার সিটি। 

ক্র্যাভেন কটেজ স্টেডিয়ামে আজ খুব দ্রুতই গোলের দেখা পান হালান্ড। ম্যাচের ৩ মিনিটে পেনাল্টিতে গোল করেন তিনি। তাতে চলতি মৌসুমে গোলের ফিফটি পূরণ করলেন নরওয়ের এই স্ট্রাইকার। একই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডে যৌথভাবে শীর্ষে নরওয়ের এই স্ট্রাইকার। ২০২২-২৩ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩০ ম্যাচে ৩৪ গোল করেছেন হালান্ড। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের সঙ্গে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে যৌথভাবে শীর্ষে অ্যান্ডি কোল ও অ্যালান শিয়ারার। ১৯৯৩-৯৪ মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ৩৪ গোল করেন কোল। আর ১৯৯৪-৯৫ মৌসুমে ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে শিয়ারার ৩৪ গোল করেছিলেন। 

হালান্ডের রেকর্ড গড়া গোলের পর সমতায় ফিরতে দেরী করেনি ফুলহাম। ১৫ মিনিটে হ্যারি উইলসনের অ্যাসিস্টে গোল করেন ফুলহামের সেন্টার ফরোয়ার্ড কার্লোস ভিনিসিউস। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যান সিটিকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। ৩৬ মিনিটে গোল করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সিটি। এরপর দ্বিতীয়ার্ধে গোলমুখ খুলতে পারেনি কেউই। ফুলহামের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল ম্যান সিটি। ৩২ ম্যাচে ২৪ জয়, ৪ ড্র ও ৪ পরাজয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা। ৩৩ ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। 

ম্যান সিটির জয়ের দিন জিতেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বীও। ওল্ড ট্রাফোর্ডে অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রেড ডেভিলরা।

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল