হোম > খেলা > ফুটবল

কাতার বিশ্বকাপ এক দিন এগিয়ে এনেছে ফিফা

দুই দিন আগেই আভাস মিলেছিল বদলে যেতে পারে কাতার বিশ্বকাপের সূচি। স্বাগতিক কাতার ২১ নভেম্বরের পরিবর্তে ২০ নভেম্বর থেকে বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফার কাছে আবেদন করেছিল। ফিফাও তাদের প্রস্তাবে সাড়া দিয়েছে।

কাতারের আবেদনের পরিপ্রেক্ষিতে ফিফা আনুষ্ঠানিকভাবে কাতার বিশ্বকাপ এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, ২১ নভেম্বর নয়, ২০ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ। আগের সূচিতে ২১ নভেম্বর বিশ্বকাপ শুরুর দিন আয়োজক দেশ কাতার ও ইকুয়েডরের ম্যাচ রাখা হলেও সেদিন প্রথম ম্যাচে সেনেগালের মুখোমুখি হতো নেদারল্যান্ডস এবং দিনের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামত ইরান।

আয়োজক দেশ হয়েও বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে না পারায় কিছুটা হতাশ হয়ে বিশ্বকাপের সূচি বদলানোর জন্য ফিফার কাছে আবেদন করেছিল কাতার। এরপর ফিফা জানিয়েছে, ২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। এদিন আর কোনো ম্যাচ রাখা হয়নি। পরের ম্যাচগুলো হবে আগের সূচি মেনেই।

২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলে আসছে স্বাগতিক দেশ। বিশ্বকাপ এক দিন এগিয়ে আনায় এবারও এর ব্যত্যয় হলো না।

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড

​মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ