হোম > খেলা > ফুটবল

সিঙ্গাপুর জয় করে দেশে ফিরল বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আনন্দ উদ্‌যাপন করার সময়টুকুও ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ মেয়েদের। রাস্তার পাশে দাঁড়িয়ে প্রবাসী বাংলাদেশিরা যেভাবে ভালোবাসা প্রকাশ করলেন, তাড়া থাকায় কেবল হাত নেড়ে জবাবটা দিয়ে ছুটতে হলো টিম হোটেলে। সেখানেও বিশ্রামের সুযোগ ছিল না। দ্রুত ছুটতে হলো বিমানবন্দরে, কারণ সেখানে অপেক্ষায় বাংলাদেশের বিমান। 

গতকাল রাতে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। এমন একটা সাফল্যের পর সিঙ্গাপুরে থাকা প্রবাসীদের অভিনন্দন নিয়েই টিম হোটেলে ফেরে বাংলাদেশ দল। আজ ভোর ৩টায় রওনা হয়ে সকাল ৬.৩০ মিনিটে ইউএস বাংলার বিমানে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান নারী ফুটবলাররা। 

নারী ফুটবলারদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। মিষ্টিমুখ করিয়েছেন সবাইকে। তবে ছুটির দিন থাকায় বাফুফের অন্য কর্মকর্তারা এদিন আসেননি বিমানবন্দরে। সিঙ্গাপুর জয়ী মেয়েদের বোনাস দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত আগামীকাল বাফুফের কার্যনির্বাহী সভায় হতে পারে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ইমরান। 

বাছাইপর্বে বাংলাদেশ খেলেছে  ‘ডি’ গ্রুপে। তুর্কমিনিস্তান ও সিঙ্গাপুরের জালে বাংলাদেশ দুই ম্যাচে গোল দিয়েছে ৯টি। বাছাইয়ের দ্বিতীয় পর্ব হবে সেপ্টেম্বরে। আট দলের লড়াইয়ে চারের মধ্যে থাকতে পারলে ২০২৪ সালের মূল পর্বে খেলার সুযোগ পাবে গোলাম রব্বানী ছোটনের দল।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা