হোম > খেলা > ফুটবল

বাংলাদেশকে স্টেডিয়াম উপহার দিতে চায় স্পেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে একটি অত্যাধুনিক ফুটবল স্টেডিয়াম উপহার দেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে স্পেন। আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কার্যালয়ে এই প্রস্তাব দেন বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিকো ডি অসিস বেনিটোজ সালাজ।

আজ বিকেলে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন স্পেনের রাষ্ট্রদূত। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে স্পেন রাষ্ট্রদূত বলেন,‘ বিশ্ব ফুটবলে স্পেন একটি শক্তিশালী দল। বাংলাদেশের ফুটবলকে বিশ্ব ফুটবলে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে বন্ধুপ্রতিম দেশটির অবকাঠামোগত উন্নয়নসহ প্রশিক্ষণখাতে স্পেন সহযোগিতা করতে চায়। দুই দেশের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের জন্য দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করা যেতে পারে।’  

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে স্পেন সহযোগিতা করতে চায় বলেও জানান স্পেনের রাষ্ট্রদূত। বিভিন্ন উপজেলায় নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টার্ফ স্থাপনে স্পেনের আগ্রহ আছে বলেও জানান তিনি। 

বিকেএসপি ও বাংলাদেশের মেধাবী খেলোয়াড়দের স্পেনে বৃত্তি প্রদানের অনুরোধ জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। ফুটবলসহ অন্যান্য খেলায় স্পেনের কোচ দিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ প্রদানের সুযোগ করে দিতে স্পেন সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ