হোম > খেলা > ফুটবল

‘মেসির জন্য পিএসজি যথেষ্ট নয়’

পিএসজির সঙ্গে জুনেই দুই বছরের চুক্তি শেষ হবে লিওনেল মেসির। এতে সময় যত ঘনিয়ে আসছে, মেসির ভবিষ্যৎ নিয়ে নানা রকম জল্পনা-কল্পনা শুরু হয়েছে। আর্জেন্টাইন তারকার পরবর্তী ঠিকানা কোথায় হবে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

মেসিকে পেতে অবশ্য অনেক দলই রাজি আছে। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি, সৌদি ক্লাব আল হিলালও তাঁকে পেতে আগ্রহী। আর সাবেক ক্লাব বার্সেলোনা তো এলএম টেনের জন্য দরজা সব সময় উন্মুক্ত রেখেছে এমনটি জানিয়েছে। এখন সিদ্ধান্ত শুধু আলবিসেলেস্তার অধিনায়কের ওপরই নির্ভর করছে।

তবে মেসি সিদ্ধান্ত নেওয়ার আগে স্বদেশি পাবলো মওচের পরামর্শ শুনতে পারেন। সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ডের মতে, পিএসজি ছাড়া তাঁর জন্য ভালো হবে। সম্প্রতি আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলেকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন পাবলো। তিনি বলেছেন, ‘আমার এখনো মনে হয় পিএসজি মেসির জন্য যথেষ্ট নয়। ওর জন্য অনেক ছোট দল। মেসি যেখানেই খেলুক না কেন, তাকে ঘিরে যদি দল সাজানো না হয়, তাহলে মনে করতে হবে বিশ্বের সেরা খেলোয়াড়কে নষ্ট করা হচ্ছে।’

এর পরেই মেসির কোথায় যাওয়া ভালো হবে, সেই পরামর্শ দিয়েছেন পাবলো। বোকা জুনিয়র্সের এই সাবেক ফরোয়ার্ড বলেছেন, ‘মেসি সর্বোচ্চ সামর্থ্য ও গুণের একজন খেলোয়াড়। যেখানে তাকে ঘিরে দল সাজানো হবে, সেখানেই তার যাওয়া উচিত। মেসির সেরাটা কীভাবে বের করে আনা যায় তা ভালো বুঝেছে লিওনেল স্কালোনি। তাঁর সেরাটা বের করে আনার জন্য আর্জেন্টিনা দলকে সেভাবেই সাজিয়েছে সে।’

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা