হোম > খেলা > ফুটবল

রোনালদো নামের এই ঘড়ির দাম ১ কোটি ২৩ লাখ

অনুমান করতে পারেন, একটা ঘড়ির দাম হতে পারে ১ কোটি ২৩ লাখ ৫৮ হাজার টাকা! রোনালদো নামে এমন দামিই ঘড়ি বাজারে নিয়ে এসেছে আমেরিকার বিশ্বখ্যাত জুয়েলারি ও হাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো।

সম্প্রতি সৌদি আরবের রিয়াদের আকারিয়া প্লাজায় জ্যাকব অ্যান্ড কো কোম্পানি তাদের শো রুম খুলেছে। সেই শো রুমের উদ্বোধণী অনুষ্ঠানে গিয়েছিলেন সৌদি ক্লাব আল নাসরের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। ওই শো রুমে পর্তুগিজ তারকার উপস্থিতিটাকে স্মরণীয় করে রাখতে ৯২ হাজার পাউন্ডের বিশেষ ডিজাইনের এই ঘড়িতে বাজারে নিয়ে আসা। 

আল নাসর তারকার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই ঘড়ির ডিজাইন। সবুজ রঙের ডায়ালে বসানো আছে ২৬টি সাদা রঙের ডায়মন্ড। আর আছে রোনালদোর সেই চিরচেনা ``সিউউ'' উৎযাপন। আছে সিআরসেভেন লোগোও। 

শুধু রোনালদোর জন্যই এই ঘড়ি নয়, আগ্রহী যে কেউই গাটের টাকা খরচ করে কিনতে পারবেন এটি। রোনালদো থিমের এই ঘড়ির চারটি সংস্করণ বাজারে আনছে জ্যাকব অ্যান্ড কো। সবচেয়ে দামিটির দাম পড়বে ১ লক্ষ ১৫ হাজার পাউন্ড! টাকায় অর্থের অঙ্কটা প্রায় কোটি ৫৪ লাখ! 

জ্যাকব অ্যান্ড কো-এর সঙ্গে প্রায় দুই দশকের সম্পর্ক রোনালদো। কোম্পানিটির শুভেচ্ছাদ্যূতও তিনি। ক্লাব ফুটবলে তার ঠিকানা যখন সৌদি, আর সেই দেশেই যখন রোনালদো উদ্বোধন করছেন অ্যান্ড কো-এর শাখা, তো পর্তুগিজ তারকার এমন উপহারই প্রাপ্য।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী