ফিফার ফিফপ্রো বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সেরাদের তালিকায় জায়গা হয়নি পিএসজি তারকা নেইমার, কিলিয়ান এমবাপ্পের। একাদশে জায়গা হয়নি বর্ষসেরার দৌড়ে সেরা তিনে থাকা লিভারপুল তারকা মোহামেদ সালাহরও।
গত রাতে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হয় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। সেখানেই বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়।
এক নজরে দেখে নেওয়া যাক ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশ:
গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুম্মা
রক্ষণভাগ: ডেভিড আলাবা, রুবেন দিয়াস, লিওনার্দো বোনুচ্চি
মাঝমাঠ: জর্জিনিও, এনগোলো কান্তে, কেভিন ডি ব্রুইনা
আক্রমণভাগ: লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হালান্ড, রবার্ট লেভানডফস্কি
আরও পড়ুন: