হোম > খেলা > ফুটবল

‘রোনালদো ছাড়া কোনো পার্টি হবে না’ 

কদিন আগে আল নাসরের জার্সিতে প্রথম শিরোপা জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জোড়া গোল করে পিছিয়ে পড়া আল নাসরকে জিতিয়েছেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপা। রোনালদোকে ছাড়াই গতকাল সৌদি প্রো লিগের নতুন মৌসুম খেলল আল নাসর। 

সৌদি প্রো লিগের নতুন মৌসুমে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল ইত্তিফাক। একাদশ তো দূরে থাক, আল নাসরের বদলি খেলোয়াড়দের তালিকায়ও ছিল না রোনালদোর নাম। পর্তুগালের তারকা ফরোয়ার্ড না খেলায় ভক্ত-সমর্থকেরা যেন হতাশ হয়ে পড়েন। সমর্থকদের অনেকেই টিভি বন্ধ করে দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন টুইট করেছেন, ‘রোনালদো ছাড়া কোনো পার্টি হবে না।’ 

৪ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে গিয়েছিল আল নাসর। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা আল ইত্তিফাক ঘুরে দাঁড়ায় খুব দ্রুত। ৪৭ মিনিটে সমতাসূচক গোল করেন আল ইত্তিফাকের ফরোয়ার্ড রবিন কুয়েসন। দিয়াসি। এরপর ৫৩ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন মুসা দেম্বেলে। শেষ পর্যন্ত আল নাসরকে ২-১ গোলে হারিয়েছে আল ইত্তিফাক। কোচ স্টিভেন জেরার্ডের জয় দিয়ে শুরু হয় আল ইত্তিফাক পর্ব। আল নাসর হারায় একজন টুইট করেছেন, ‘রোনালদো, ব্রোজোভিচ, ফোফানা-তাদের কেউ খেলেননি। সহজ ম্যাচ জিতলেন জেরার্ড।’

এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২৫ ম্যাচ খেলেছেন রোনালদো। করেছেন ২০ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। সদ্য সমাপ্ত আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে ৬ ম্যাচে করেছেন ৬ গোল।

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন, হামলাকারীর রহস্যময়ী বার্তা

জয়ের পরও বার্সেলোনার একাধিক দুশ্চিন্তা, হ্যারি কেনের পেনাল্টি মিস

এক সাবিনার কাছেই উড়ে গেল শ্রীলঙ্কা

আমিও একজন মানুষ: দর্শকদের দুয়োধ্বনি নিয়ে ভিনিসিয়ুস

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়