হোম > খেলা > ফুটবল

দুই বছর বিরতিতে বিশ্বকাপ, ইতিবাচক ইনফান্তিনো

ঢাকা: চার বছরের পরিবর্তে দুই বছর বিরতিতে বিশ্বকাপ আয়োজন করতে ফিফাকে প্রস্তাব দিয়েছিল সৌদি আরব ফুটবল (সাফ)। কাল জুরিখে ফিফার বার্ষিক সভায় প্রস্তাবটি ওঠানো হলে সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো সেটিকে স্বাগত জানিয়েছেন। প্রস্তাবটি নিয়ে তিনি ভেবে দেখবেন বলেও জানিয়েছেন।

সাফের সভাপতি ইয়াসের আল মিসেহাল কাল ফিফার বার্ষিক সভায় বলেছেন, ‘ফুটবল কঠিন এক পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। করোনার কারণে ফুটবল ব্যাপকভাবে বাধাগ্রস্তও হচ্ছে। খেলাটিকে বৈশ্বিকভাবে আরও কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সেটা নিয়ে ভাবার সময় এসেছে। বর্তমানে চার বছর বিরতিতে যে বিশ্বকাপ চলছে তা নিয়েও চিন্তা করতে হবে।’

এ প্রেক্ষিতে ইয়াসেরের দুই বছর বিরতিতে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবের পক্ষে ব্যাপক সাড়া পাওয়া গেছে। ১৮৮টি দেশের মধ্যে ১৬৬টি দেশ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে, যেখানে ২২টি দেশ দিয়েছে ‘না’ ভোট।

এই ভোট দেখে ইনফান্তিনোও বেশ আনন্দিত। সভা শেষে ইনফান্তিনো প্রতিবেদকদের জানিয়েছেন, ‘আমি কি ভাবছি, তার চেয়েও বড় কথা গবেষণার ফল কি আসে। আমাদের ব্যাপারটি নিয়ে খোলা মনে ভাবতে হবে। বিশ্বকাপ যে কতটা মর্যাদাপূর্ণ সেটা আমরা সবাই জানি।’

দুই বছর বিরতিতে বিশ্বকাপ আয়োজন করতে হলে ফুটবলের সূচি পরিবর্তন করতে হবে বলেও মন্তব্য করেছেন ইনফান্তিনো।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো