হোম > খেলা > ফুটবল

আর্জেন্টাইন কোচদের এত ‘জাদু’

২০২৪ কোপা আমেরিকায় যে আর্জেন্টাইন কোচদেরই জয়জয়কার দেখা যাচ্ছে। কোয়ার্টার ফাইনালে যে আটটি দল উঠেছে, তার অর্ধেক উঠেছে আর্জেন্টাইন কোচদের হাত ধরে। তাদের কৌশলের সঙ্গে যেন প্রতিপক্ষ দলগুলো পেরে উঠছে না। 

ব্রাজিল-কলম্বিয়া ও কোস্টারিকা-প্যারাগুয়ে ‘ডি’ গ্রুপের এই দুই ম্যাচ দিয়ে শেষ হয়েছে এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্ব। ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কলম্বিয়া উঠেছে কোয়ার্টার ফাইনালে। ব্রাজিল উঠেছে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে। একই সঙ্গে একটা চক্রও পূর্ণ হলো। যে চার দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আট নিশ্চিত করেছে, চারটিরই কোচ আর্জেন্টাইন। 

এবারের কোপা আমেরিকায় শিরোপা রক্ষার মিশনে নেমেছে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে আকাশী-নীলরা উঠল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। গ্রুপ পর্বে তারা হারিয়েছে কানাডা, চিলি, পেরু এই তিন দলকে। লিওনেল স্কালোনির দল টুর্নামেন্টে দিয়েছে ৫ গোল। যার মধ্যে চারটিই করেছেন লাওতারো মার্তিনেজ এবং তিনি এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। 

আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, উরুগুয়ে, কলম্বিয়া—এই চার গ্রুপ চ্যাম্পিয়নের মধ্যে একমাত্র আর্জেন্টিনাই টুর্নামেন্টে কোনো গোল হজম করেনি। বোঝাই যাচ্ছে, আকাশী-নীলদের রক্ষণভাগ কতটা শক্তিশালী। সঙ্গে তাদের ‘বাজপাখি’ গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ তো আছেনই। লিওনেল মেসি যে ছন্দে নেই, সেটার অভাব বুঝতে পারছে না আর্জেন্টিনা। এমনকি মেসি ও স্কালোনিকে ছাড়া গ্রুপ পর্বে পেরুর বিপক্ষে খেলে আর্জেন্টিনা হেসেখেলে জিতেছে। 

গ্রুপ চ্যাম্পিয়ন চার দলের মধ্যে একমাত্র কলম্বিয়ার ৭ পয়েন্ট এবং বাকি তিন দলের পয়েন্ট ৯। যেখানে কলম্বিয়ার গ্রুপে ব্রাজিল ছাড়া কোস্টারিকা, প্যারাগুয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। তবে ব্রাজিলকে রুখে দিয়ে যেভাবে নেস্তর লরেনৎসোর কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হলো, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। তাতে কলম্বিয়া টানা ২৬ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে।  কোয়ার্টার ফাইনালে ব্রাজিল পাচ্ছে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়েকে। 

মার্সেলো বিয়েলসার উরুগুয়ে ‘সি’ গ্রুপে পেয়েছিল পানামা, যুক্তরাষ্ট্র ও বলিভিয়া এই তিন প্রতিপক্ষ। ৯ গোল দিয়ে উরুগুয়ে হজম করেছে এক গোল।  ‘বি’ গ্রুপে ভেনেজুয়েলার প্রতিপক্ষ ছিল ইকুয়েডর, মেক্সিকো ও জ্যামাইকা। গ্রুপ পর্বে ভেনেজুয়েলা ৬ গোলের বিপরীতে এক গোল হজম করেছে। গ্রুপ চ্যাম্পিয়নদের মধ্যে একমাত্র কলম্বিয়া হজম করেছে ২ গোল।

২০২৪ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সূচি   তারিখ ম্যাচ শুরু (বাংলাদেশ সময়) আর্জেন্টিনা-ইকুয়েডর ৫ জুলাই সকাল ৭টা ভেনেজুয়েলা-কানাডা ৬ জুলাই সকাল ৭টা কলম্বিয়া-পানামা ৬ জুলাই রাত ৪টা ব্রাজিল-উরুগুয়ে ৭ জুলাই সকাল ৭টা

মেসিকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন জয় শাহ

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

ম্যাচ জিতেও অসন্তুষ্ট রিয়াল কোচ

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি