হোম > খেলা > ফুটবল

রেকর্ড ভাঙা হ্যারি কেইনকে কিংবদন্তি বললেন রুনি

নিত্যনতুন রেকর্ড গড়া হ্যারি কেইনের কাছে যেন ‘ডালভাত’। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গাতেই কেইনের জয়জয়কার। ওয়েইন রুনির রেকর্ড ভেঙে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গতকাল নিজের করে নিলেন কেইন। রেকর্ড ভাঙা কেইন হচ্ছেন রুনির চোখে কিংবদন্তি।

গত রাতে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে ইতালির বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলে ইংল্যান্ড। ইতালিকে ২-১ গোলে হারায় ইংল্যান্ড। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টিতে গোল করে রেকর্ড গড়েন কেইন। ৫৪ গোল করে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান কেইন। ৫৩ গোল করে এখানে দ্বিতীয় রুনি। রেকর্ড ভাঙা কেইনকে কিংবদন্তি উপাধি দিয়ে রুনি টুইট করেন, ‘ইংল্যান্ডের সেরা গোলদাতা হওয়ায় হ্যারি কেইনকে অভিনন্দন। আমি জানতাম এটা বেশি দিন টিকবে না, তবে তাড়াতাড়ি ভেঙে গেছে। ইংল্যান্ডের কিংবদন্তি হ্যারিকে অভিনন্দন।’ 

রুনির পাশাপাশি গ্যারি লিনেকার, গ্যারেথ সাউথগেটও প্রশংসায় ভাসিয়েছেন কেইনকে। লিনেকার টুইটারে বলেছেন, ‘ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনকে অভিনন্দন। অসাধারণ অর্জন।’ আর সাউথগেট বলেন, ‘যেভাবে সে (কেইন) রেকর্ড ভাঙল, তা সত্যিই অসাধারণ।’ 

ইংল্যান্ডের শীর্ষ পাঁচ গোলদাতা: 
১। হ্যারি কেইন:  ৫৪ গোল; ৮১ ম্যাচ
২। ওয়েইন রুনি:  ৫৩ গোল; ১২০ ম্যাচ
৩। ববি চার্লটন:  ৪৯ গোল; ১০৬ ম্যাচ
৪। গ্যারি লিনেকার: ৪৮ গোল; ৮০ ম্যাচ
৫। জিমি গ্রিভস:  ৪৪ গোল; ৫৭ ম্যাচ

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন, হামলাকারীর রহস্যময়ী বার্তা

জয়ের পরও বার্সেলোনার একাধিক দুশ্চিন্তা, হ্যারি কেনের পেনাল্টি মিস

এক সাবিনার কাছেই উড়ে গেল শ্রীলঙ্কা

আমিও একজন মানুষ: দর্শকদের দুয়োধ্বনি নিয়ে ভিনিসিয়ুস

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়