ক্লাব ফুটবলে ডাবল সেঞ্চুরি তো কবেই করে ফেলেছেন আঁতোয়া গ্রিজমান।এমনকি লা-লিগাতেও করে ফেলেছেন গোলের সেঞ্চুরি। তবে গতকাল অন্যরকম এক সেঞ্চুরি করলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার।
গতকাল সান মিমিজে অ্যাথলেটিক বিলবাও-আতলেতিকো মাদ্রিদ ম্যাচ প্রথমার্ধে গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই গোলের দেখা পায় আতলেতিকো। ৪৭ মিনিটে আলভারো মোরাতার পাস থেকে গোল করেন গ্রিজমান। তাতে আতলেতিকোর হয়ে লা-লিগায় ১০০তম গোল করলেন ফরাসি এই ফরোয়ার্ড। ফরাসি ফরোয়ার্ডের রেকর্ডের রাতে বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে আতলেতিকো।
এখন পর্যন্ত ক্লাব ফুটবলে তিনটা ক্লাবের হয়ে খেলেছেন গ্রিজমান। আর তিনটাই স্প্যানিশ ক্লাব। ক্লাবগুলো হচ্ছে: রিয়াল সোসিয়াদাদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ। তিন ক্লাব মিলিয়ে ৬১০ ম্যাচে করেছেন ২৩২ গোল। সবচেয়ে বেশি গোল করেছেন আতলেতিকোর জার্সিতে। ৩০৬ ম্যাচে করেছেন ১৪৫ গোল। সোসিয়াদাদের হয়ে ২০২ ম্যাচে করেন ৫২ গোল। আর বার্সার হয়ে ১০২ ম্যাচে করেন ৩৫ গোল।