হোম > খেলা > ফুটবল

প্যারিস অধ্যায় শেষ মেসির, জানালেন পিএসজি কোচ

অবশেষে গুঞ্জনই সত্যি হচ্ছে। পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি নবায়ন করছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। চলতি মৌসুম শেষে ‘পিএসজি প্রজেক্ট’ থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি। 

মেসির পিএসজি ছাড়ায় বিষয়টি আজ সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ক্রিস্তফ গালতিয়ের। পিএসজি কোচ জানান, আগামী শনিবার ক্লেরমঁ ফুতের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন ৩৫ বছর বয়সী তারকা। 

গালতিয়ের বলেছেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লেরমঁতের বিপক্ষে ম্যাচটিই পার্ক দে প্রিন্সেসে লিওর শেষ ম্যাচ হতে যাচ্ছে।’ 

বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে দুই বছরের চুক্তিতে প্যারিসে আসেন মেসি। পিএসজির হয়ে টানা দুটি ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতেছেন তিনি। গত সপ্তাহে মেসির গোলে স্ত্রাসবুর্গের মাঠে ড্র করে চলতি মৌসুমের লিগ শিরোপা নিশ্চিত করে গালতিয়েরের দল। 

পিএসজি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে পর্যটন দূত হিসেবে সৌদি আরব সফরে যাওয়ায় গত মাসের শুরুর দিকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান মেসি। দুই পক্ষের সম্পর্কের টানাপোড়েন হওয়ায় তখনই শোনা গিয়েছিল, মৌসুম শেষে পার্ক দে প্রিন্সেস ছাড়ছেন তিনি। সেই গুঞ্জনই এখন সত্যি হওয়ার পথে। অবশ্য মেসি নিষেধাজ্ঞা পাওয়ার পর ক্ষমা চান। তাঁর নিষেধাজ্ঞাও কমে আসে এক ম্যাচে। পিসএজির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে ৩০ জুন। 

আগামী শনিবার নিজেদের মাঠে মৌসুমের শেষ ম্যাচ খেলবে পিএসজি। ম্যাচ শেষে পার্কে দে প্রিন্সেসে রেকর্ড ১৩ম লিগ জয়ের উৎসবও সারবে ফরাসি জায়ান্টরা। এই ম্যাচ দিয়ে ঘরের সমর্থক ও সতীর্থদের কাছ থেকে বিদায় নেবেন মেসি। 

রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার সম্ভাব্য গন্তব্য হিসেবে জোরেশোরে শোনা যাচ্ছে আল-হিলালের নাম। ইতিমধ্যে সৌদি প্রো লিগের ক্লাবটি থেকে বিশ্ব রেকর্ড গড়া চুক্তিরও প্রস্তাব পেয়েছেন মেসি। তাঁর সম্ভাব্য গন্তব্যের তালিকায় আছে মেজর সকাল লিগের ক্লাব ইন্টার মিয়ামিও। তবে সম্ভাবনা কমে এসেছে বার্সায় ফেরার।

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন