হোম > খেলা > ফুটবল

সিটিজেনদের ভয় পাচ্ছেন না আর্সেনাল কোচ

ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ—সব প্রতিযোগিতায় এখন আর্সেনালের জয়জয়কার। গতকাল এফএ কাপের ম্যাচে কাসাম স্টেডিয়ামে অক্সফোর্ড ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। তাতে টুর্নামেন্টে গানার্সদের পরবর্তী প্রতিপক্ষ হলো ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের মোকাবিলা করতে উন্মুখ হয়ে আছেন মিকেল আর্তেতা।

কাসাম স্টেডিয়ামে গতকাল অক্সফোর্ড ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে আর্সেনাল। প্রথমার্ধ গোলশূন্য ড্রতে শেষ হলেও গোল তিনটি হয়েছে দ্বিতীয়ার্ধে। ৬৩ মিনিটে গোল করেন মোহাম্মদ এলনেনি। আর ৭০ ও ৭৬ মিনিটে জোড়া গোল করেছেন এডি এনকিতা। অক্সফোর্ডকে উড়িয়ে দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনালের প্রতিপক্ষ ম্যান সিটি। শিষ্যদের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত আর্তেতা বলেন, ‘এমন পারফরম্যান্সই সবার থেকে চাই। আমি উচ্ছ্বসিত। আপনাকে গোল করতে হবে। এফএ কাপের প্রতিযোগিতা তো এখানেই। টুর্নামেন্ট জিততে হলে সেরা দলের বিপক্ষে খেলতে হবে।’

এনকিতা এবারের মৌসুমে খেলেছেন ২৩ ম্যাচ। ৭ গোলের সঙ্গে করেছেন ১ অ্যাসিস্ট। আর্সেনালের এই সেন্টার ফরোয়ার্ডের পারফরম্যান্সে সন্তুষ্ট আর্তেতা বলেছেন, ‘এডি দারুণ খেলছে। তার দৌড়ানোর গতি বেশ ভালো। আমি তার পারফরম্যান্সে খুশি।’

 ২৮ জানুয়ারি ইতিহাদে ম্যান সিটির বিপক্ষে এফএ কাপের ম্যাচ খেলবে আর্সেনাল। তার আগে দুটো প্রিমিয়ার লিগের ম্যাচ খেলবে গানার্সরা। ১৫ জানুয়ারি হটস্পার স্টেডিয়ামে আর্সেনালের প্রতিপক্ষ টটেনহাম আর ২২ জানুয়ারি এমিরেটস স্টেডিয়ামে গানার্সরা আতিথেয়তা দেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যাচ ধরে ধরে এগোনোর পরিকল্পনা করছেন আর্তেতা, ‘আমরা ম্যাচ ধরে ধরে এগোব। আমাদের পরবর্তী লক্ষ্য টটেনহামের ম্যাচে।’ 

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন