হোম > খেলা > ফুটবল

‘পিএসজি দল নয়, একটা গোলমাল’

চ্যাম্পিয়নস লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে একের পর এক তারকা ফুটবলার দলে ভিড়িয়েছে পিএসজি। নেইমার-লিওনেল মেসিদের আনতে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করতে কার্পণ্য করেনি ক্লাবটি। তবে দিন শেষে তাদের ফল শূন্য। টুর্নামেন্টে খুশির বদলে উল্টো হতাশাই পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

গতকাল বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে হেরে এবারের টুর্নামেন্টেও হতাশা জুটেছে পিএসজির। নিজেদের দুঃখে পিএসজির ফুটবলাররা দুঃখী হলেও খুশি হয়েছেন অনেকে। এই অনেকের মধ্যে আছেন জিমি ক্যারাঘার।

পিএসজির বিদায়ে খুশি হয়েছেন ক্যারাঘার। লিভারপুল কিংবদন্তি সঙ্গে এমনও জানিয়েছেন যে পিএসজি দল নয়, একটা গোলমাল। সিবিএস স্পোর্টসকে লিভারপুলের সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘পিএসজির বিদায়ে আমি খুশি হয়েছি। পুরো সেটআপ পছন্দ করি না। এটা দল নয়, একটা গোলমাল।’ 

পিএসজির পেট্রোডলার খরচ নিয়েও মন্তব্য করেছেন ক্যারাঘার। তিনি বলেছেন, ‘শেষ সাতবারের মধ্যে পাঁচবারই শেষ ষোলোয় বিদায় নিয়েছে তারা। অথচ তারা অন্যদের থেকে বেশি অর্থ ব্যয় করেছে। তাদের বিশ্বসেরা ফুটবলারও রয়েছে।’

বিশ্বসেরা ফুটবলার থাকলেই যে সাফল্য আসবে, এমনটি মানতে নারাজ ক্যারাঘার। প্রকৃষ্ট উদাহরণ হিসেবে পিএসজির ছিটকে যাওয়াকে সামনে এনেছেন তিনি। তাঁর মতে, দলের ভারসাম্য অনুযায়ী ফুটবলার না কিনে বড় নামের ফুটবলারদের পেছনে অর্থ ব্যয়ে তাদের সাফল্য আসছে না। তিনি বলেছেন, ‘এই বিদায় আপনাকে প্রমাণ করে যে দল হয়ে খেলাটা কতটা গুরুত্বপূর্ণ। ফুটবলে এর গুরুত্ব আরও বেশি।’ 

কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত ফুটবলার হওয়ার পরও চ্যাম্পিয়নস লিগে সাফল্য পাচ্ছেন না বলে ফরাসি তারকাকে ক্লাব ছাড়ার পরামর্শও দিয়েছেন ক্যারাঘার। লিভারপুল কিংবদন্তি বলেছেন, ‘আমরা একটি দলের মধ্যে ব্যক্তিগতভাবে অন্যকে ভালোবাসি। কিন্তু এটি একটি দল নয়। কিলিয়ান এমবাপ্পের উচিত এই ক্লাব ছেড়ে যাওয়া।’

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্র প্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার

তোপের মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা

ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতলেন দেম্বেলে

মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী