হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে খেলতে চায় দিবালা, বলছেন মরিনিও

চোটে পড়ে কাতার বিশ্বকাপকে ঝুঁকিতে ফেলে দিয়েছিলেন পাওলো দিবালা। এবার দিবালাকে নিয়ে আশার কথা শুনিয়েছেন হোসো মরিনিও। বিশ্বকাপে ফিরতে পারেন এই আর্জেন্টাইন তারকা।

গত  ৯ অক্টোবর অলিম্পিকো স্টেডিয়ামে সিরি-‘আ’ তে মুখোমুখি হয় রোমা-লিস। সেই ম্যাচের ৪৮ মিনিটের সময় পেনাল্টি নেন দিবালা।পেনাল্টি নিতে গিয়েই হ্যামস্ট্রিং চোটে পড়ে মাঠ ছাড়েন রোমার স্ট্রাইকার। দিবালাকে ছাড়াই সিরি-‘আ’ এবং ইউরোপা লিগ মিলে সাত ম্যাচ খেলেছে রোমা। যার মধ্যে জিতেছে ৪ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ  এবং এক ম্যাচ হয়েছে ড্র। গতকাল নিজেদের মাঠে লাজিওর বিপক্ষে ১-০ গোলে হারার পর মরিনিও বলেন,‘অবশ্যই সে বিশ্বকাপে খেলতে চায়। এক্ষেত্রে না বলা কঠিন। যদি তার চোট পরিস্থিতি উন্নতি হয়, তাহলে আগামী রোববারে তুরিনোর বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে।’

তুরিনোর বিপক্ষে রোমার ম্যাচের দিনই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা করার কথা। কেননা ১৩ নভেম্বর বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন। আর কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর। যেখানে আর্জেন্টিনার অভিযান শুরু হবে ২২ নভেম্বর। গ্রুপ-‘সি’ এর ম্যাচে আলবিসেলেস্তেদের প্রথম প্রতিপক্ষ সৌদি আরব। ২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আর ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আকাশী-নীলরা।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো