ফিলিপ্পে কুতিনহোকে ধরা হচ্ছিল সময়ের অন্যতম সেরা তারকা হিসেবে। লিভারপুলে একসময় দারুণ ছন্দে ছিলেন তিনি। ব্রাজিলের জার্সিতেও নেইমারের পর সবচেয়ে বড় তারকা ছিলেন কুতিনহো। কিন্তু ২০১৮ সালে লিভারপুল ছেড়ে বড় শিরোপার আশায় বার্সেলোনায় যাওয়ার পরই ছন্দপতন ঘটে কুতিনহোর।
লিভারপুল এই সময়ের মধ্যে সব শিরোপা জিতলেও কুতিনহোর ক্যারিয়ারে নামে ধস। বার্সায় আলো ছড়াতে না পেরে ধারে খেলতে যান বায়ার্নে। সেখান থেকে আবার ফিরে আসেন বার্সায়। থিতু হতে না পেরে এখন আবার ধারে গেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের মধ্যম সারির ক্লাব অ্যাস্টন ভিলায়। কিন্তু ফুটবল ক্যারিয়ারের ঠিক বিপরীতমুখী গ্রাফ তাঁর প্রেমের ক্যারিয়ারে। তাঁর প্রেমকাহিনিকে ফুটবলে এই সময়ের সেরা প্রেমকাহিনির একটি হিসেবেও বিবেচনা করা হয়।
ক্যারিয়ারের শুরুর সময় থেকেই কুতিনহোর সঙ্গে সব ম্যাচ দেখতে চলে যেতেন আইনে। এরপর কুতিনহো ইন্টার মিলানে যোগ দিলে আইনে তাঁর পড়াশোনা বন্ধ করে কুতিনহোর সঙ্গে ইতালি চলে যান। ধারণা করা হয়, ২০১২ সালে কুতিনহো এস্পানিওলে ধারে খেলতে গেলে তখন কিছু সময়ের জন্য আলাদা থাকতে হয় তাঁদের। তবে সে বছরই বিয়ে করেন এই দুজন। ২০১৩ সালে কুতিনহো লিভারপুলে যোগ দিলে তাঁর সঙ্গে চলে আসেন আইনেও।