হোম > খেলা > ফুটবল

রিয়াল মাদ্রিদের পরিবেশ নারী ফুটবলারদের জন্য ‘ভয়ংকর’

২০১৯ সালে রিয়াল মাদ্রিদে আসেন সুইডিশ নারী ফুটবলার কোসোভারে আসলানি। তবে রিয়ালে তিন মৌসুমের বেশি টিকতে পারছেন না কোসোভারে। প্রস্তুতি নিচ্ছেন রিয়াল ছেড়ে যাওয়ার। 

তবে যাওয়ার আগে বিশ্বের অন্যতম সেরা ক্লাবটির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন কোসোভারে। ৩২ বছর বয়সী স্ট্রাইকারের দাবি, রিয়াল মাদ্রিদের পরিবেশ নারী ফুটবলারদের জন্য মোটেও ভালো নয়। 

দলে আসার পর ২০২০-২১ মৌসুমে রিয়ালের সেরা খেলোয়াড় ছিলেন কোসোভারে। এবার ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়তে যাচ্ছেন তিনি। 

যাওয়ার আগে ক্লাবের বিরুদ্ধে এনেছেন বেশ কিছু অভিযোগ। কোসোভারের দাবি, রিয়াল কর্তৃপক্ষ খেলোয়াড়দের চোট নিয়েও খেলতে বাধ্য করে। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, ক্লাবের সংস্কৃতি খেলোয়াড়দের জন্য ভয়ংকর ও অস্বাস্থ্যকর। আমাকে রীতিমতো চোট নিয়ে খেলতে বাধ্য করা হয়েছে।’

কোসোভারে আরও বলেছেন, ‘ম্যানেজমেন্ট চিকিৎসকদের কথা শোনে না। এটা খুবই বিপজ্জনক ব্যাপার। শুরু থেকে ক্লাবের জন্য আমি অনেক কিছু করেছি। তবে আমি লক্ষ্য করেছি ক্লাব কর্তৃপক্ষ খেলোয়াড়দের সঙ্গে ভালো আচরণ করে না।’

কোসোভারে নিজেও পরিবর্তনের চেষ্টা করেছেন জানিয়ে বলেছেন, ‘যেহেতু কেউ কথা বলছে না, তাই আমার জন্য কথা বলা জরুরি ছিল। আমি পরিবর্তন আনার চেষ্টা করেছি। কিন্তু এখানে এমন পরিবেশ তৈরি করা হয়েছে, কেউ আমাদের কথা কানে নেয় না।’ 

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ