হোম > খেলা > ফুটবল

বোনাসের ১০ কোটি টাকা কর্মীদের দিলেন গার্দিওলা

দীর্ঘ অপেক্ষার পর এবারের মৌসুমে প্রথম চ্যাম্পিয়নস লিগ জিতেছে ম্যানচেস্টার সিটি। শুধু স্বপ্নপূরণই হয়নি, এর সঙ্গে ইতিহাসও গড়েছে তারা। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ‘ট্রেবল’ জয়ের রেকর্ড গড়েছে তারা।

এমন দুর্দান্ত মৌসুম কাটানোর ফলস্বরূপ খেলোয়াড়দের বোনাসের প্রাপ্তি ঘটেছে। বাদ যাননি সিটির ট্রেবল জয়ের নেপথ্যের কারিগর পেপ গার্দিওলাও। তবে বোনাস হিসেবে পাওয়া অর্থটা নিজের পকেটে রাখেননি স্প্যানিশ কোচ। ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার বোনাস সিটির কর্মীদের দিয়ে দিয়েছেন তিনি। এমন উদারতায় বেশ প্রশংসিত হচ্ছেন তিনি।

বোনাসের অঙ্কটা আবার কম নয়। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৩৩ লাখ টাকা, যার সবটাই গার্দিওলা দিয়েছেন কর্মীদের। অঙ্কটা নির্দিষ্টভাবে জানা না গেলেও এমনই হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। সিটি কোচের এই উদারতা নতুন নয়, এর আগেও তিনি এমনটি করেছেন। সিটির নিরাপত্তাকর্মী থেকে শুরু করে অন্য প্রশাসনিক কর্মীরা গার্দিওলার বোনাসের ভাগ পান।

সিটির ট্রেবল জয়ের আনন্দ শেষে খুব দ্রুতই গার্দিওলাকে কাজে নামতে হবে। কেননা, এই অর্জন ধরে রাখতে হলে নতুন মৌসুমের জন্য আবার দল গোছানোর কাজ শুরু করতে হবে। মেইল অনলাইন জানিয়েছ, আনন্দের মাঝেই নাকি কাজও শুরু হয়েছে। দলের অধিনায়ক ইলকাই গুন্দোয়ানকে দিয়েই সেটা শুরু হয়েছে। বার্সেলোনায় তাঁর যাওয়া আটকাতে আগের থেকে বেশি অর্থের অফার দিয়েছে সিটি। সঙ্গে স্কোয়াড আরও শক্তিশালী করতে দলবদলে নতুন খেলোয়াড় কেনার পরিকল্পনাও করেছে সিটিজেনরা।

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল