হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ নিতে কাতারে মেসির স্বজনেরা!

ফুটবল বিশ্বকাপের ট্রফি জিততে একটি জয় দূরে আর্জেন্টিনা। আগামী রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। জিতলেই আর্জেন্টিনাকে তৃতীয় শিরোপা এনে দেবেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। 

সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ফাইনালের জন্য আগামীকাল অনুশীলন শুরু করবেন মেসিরা। তবে এর মধ্যে নিজেদের চাঙা রাখতে স্ত্রী-বান্ধবী ও স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন আর্জেন্টিনা খেলোয়াড়েরা। 

লিওনেল মেসিও আছেন বেশ ফুরফুরে মেজাজে। আরও আগেই তিন ছেলেকে নিয়ে কাতারে পৌঁছান মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। পরে তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন মেসির পরিবারের অন্যান্য সদস্যরা। 

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন মেসি। যেখানে দেখায় যায়, মেসির স্ত্রী-সন্তান, বাবা-মা ও ভাই-বোনসহ আরও অনেকেই ছিলেন। ছবিতে মেসিসহ ২০ জন সদস্যকে দেখা যায়। 

মেসি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘পরিবার’, সঙ্গে ভালোবাসার প্রতীক স্বরূপ একটি ‘লাভ’ ইমোজি ব্যবহার করেছেন। 

কাতারে রীতিমতো ভিড়ই জমাচ্ছেন মেসির স্বজনেরা। মেসির সঙ্গে বিশ্বকাপের সোনালি ট্রফি আর্জেন্টিনায় নিয়ে যেতেই যেন ১৪ হাজার কিলোমিটার পাড়ি জমিয়েছেন তাঁরা! কিন্তু এ জন্য তো মেসিকে আবারও চমক দেখাতে হবে। ছেলের সে চমকই হয় তো দেখতে এসেছেন হোর্হে মেসি ও সেলিয়া মারিয়া কুচিতিনি। 

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’