হোম > খেলা > ফুটবল

করোনা ভয়ে আছেন মেসি

ঢাকা: আজ রাতে কোপা আমেরিকায় চিলির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। টুর্নামেন্ট শুরু হতেই একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, আর্জেন্টিনার শিরোপা খরা ঘুচবে তো এবার? শিরোপার ভাবনা তো আছেই, লিওনেল মেসিদের ভাবতে হচ্ছে করোনা নিয়েও। ম্যাচ শুরুর আগে সেই করোনার ভয়ের কথাই জানিয়েছেন মেসি। 

টুর্নামেন্ট মাঠে গড়ালেও করোনার শঙ্কা এখনো কাটেনি। করোনার হানায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সেরা খেলোয়াড়দের পায়নি ভেনেজুয়েলা। করোনা সমস্যা আছে বলিভিয়া-কলম্বিয়া দলেও। করোনা আতঙ্কিত করছে মেসিকেও। ‘করোনার ভয় নিয়ে খেলা কঠিন। আমরা চেষ্টা করছি, কিন্তু এটা সহজ নয়’-বলেছেন মেসি।

টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সবাইকে টিকা নেওয়ার কথা জানিয়েছিল দক্ষিণ আমেরিকার ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল। তবে টিকায় খুব একটা আস্থা নেই মেসির। এই আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘আমরা সবাই সতর্ক থাকার চেষ্টা করছি। কিন্তু মাঝে মাঝে এটা শুধু আমাদের সতর্কতার ওপর নির্ভর করে না।’ সব ধরনের সুরক্ষাবলয়ের ভেতর থাকার পরও এর মধ্যে ভেনেজুয়েলার আটজন আর বলিভিয়ার তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এই ভয়টাই মেসিকে ভাবিয়ে তুলেছে। 

আর্জেন্টিনার হয়ে একটা অধরা শিরোপা নিয়েও কথা বলেছেন মেসি। ক্লাবের সাফল্যটা এবার দেশের হয়ে মেলে ধরতে চান ছয়বারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার। কোপাকে তাই পাখির চোখ করছেন মেসি, ‘আগেও বলেছি,  দেশের হয়ে একটা শিরোপা জেতা আমার সব সময়ের স্বপ্ন। কয়েকবার খুব কাছে গিয়েও ফিরে এসেছি। ক্লাব আর ব্যক্তিগত শিরোপার পাশে আর্জেন্টিনার হয়ে একটা শিরোপা রাখতে চাই। যত দিন না পারব, আমি চেষ্টা করে যাব।’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী