হোম > খেলা > ফুটবল

‘রোনালদো শেষ’ 

সৌদি প্রো লিগের নতুন মৌসুমে হতাশাজনক এক শুরুই করেছে আল নাসর। এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো ম্যাচই জিততে পারেনি তারা। টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট তালিকার শেষের দিকে রয়েছে তারা।

এবারের সৌদি প্রো লিগে আল নাসরের প্রথম ম্যাচে দলেই ছিলেন না রোনালদো। সেই ম্যাচে আল ইত্তিফাকের কাছে ২-১ গোলে হেরে যায় আল নাসর। গতকাল আল তায়ুনের বিপক্ষে রোনালদোকে নিয়েই একাদশ সাজিয়েছে আল নাসর। বেশ দাপটের সঙ্গে খেলেছে আল নাসর। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৫টি। তবে গোলের দেখা তো পায়ইনি, আল নাসর ২-০ ব্যবধানে হেরে যায় আল তায়ুনের কাছে। তায়ুনের গোল ২টি করেছেন লিয়ান্দ্রে তায়াম্বা ও আহমেদ বাহুসাইন।

দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা আল নাসর পয়েন্ট তালিকায় রয়েছে ১৫ নম্বরে। সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা হতাশা প্রকাশ করেছেন দলটির হারে। একজন টুইট করেছেন, ‘রোনালদো শেষ।’ কারও প্রশ্ন ছিল দলটির রক্ষণভাগ নিয়ে, ‘কয়েকজন ডিফেন্ডার নিয়ে আসুন।’

এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২৬ ম্যাচ খেলেছেন রোনালদো। করেছেন ২০ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। সদ্য সমাপ্ত আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে ৬ ম্যাচে করেছেন ৬ গোল। আল নাসর যেমন প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপা জিতেছে, তেমনি দলটির হয়ে এটা রোনালদোরও প্রথম শিরোপা।

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন, হামলাকারীর রহস্যময়ী বার্তা

জয়ের পরও বার্সেলোনার একাধিক দুশ্চিন্তা, হ্যারি কেনের পেনাল্টি মিস

এক সাবিনার কাছেই উড়ে গেল শ্রীলঙ্কা

আমিও একজন মানুষ: দর্শকদের দুয়োধ্বনি নিয়ে ভিনিসিয়ুস

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়