হোম > খেলা > ফুটবল

‘রোনালদো শেষ’ 

সৌদি প্রো লিগের নতুন মৌসুমে হতাশাজনক এক শুরুই করেছে আল নাসর। এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো ম্যাচই জিততে পারেনি তারা। টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট তালিকার শেষের দিকে রয়েছে তারা।

এবারের সৌদি প্রো লিগে আল নাসরের প্রথম ম্যাচে দলেই ছিলেন না রোনালদো। সেই ম্যাচে আল ইত্তিফাকের কাছে ২-১ গোলে হেরে যায় আল নাসর। গতকাল আল তায়ুনের বিপক্ষে রোনালদোকে নিয়েই একাদশ সাজিয়েছে আল নাসর। বেশ দাপটের সঙ্গে খেলেছে আল নাসর। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৫টি। তবে গোলের দেখা তো পায়ইনি, আল নাসর ২-০ ব্যবধানে হেরে যায় আল তায়ুনের কাছে। তায়ুনের গোল ২টি করেছেন লিয়ান্দ্রে তায়াম্বা ও আহমেদ বাহুসাইন।

দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা আল নাসর পয়েন্ট তালিকায় রয়েছে ১৫ নম্বরে। সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা হতাশা প্রকাশ করেছেন দলটির হারে। একজন টুইট করেছেন, ‘রোনালদো শেষ।’ কারও প্রশ্ন ছিল দলটির রক্ষণভাগ নিয়ে, ‘কয়েকজন ডিফেন্ডার নিয়ে আসুন।’

এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২৬ ম্যাচ খেলেছেন রোনালদো। করেছেন ২০ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। সদ্য সমাপ্ত আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে ৬ ম্যাচে করেছেন ৬ গোল। আল নাসর যেমন প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপা জিতেছে, তেমনি দলটির হয়ে এটা রোনালদোরও প্রথম শিরোপা।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো