হোম > খেলা > ফুটবল

সমালোচনা করায় পূর্বসূরিকে ধুয়ে দিয়েছেন নেইমার

সাবেক লিভারপুল খেলোয়াড় ফাবিও আউরেলিও ফুটবল দুনিয়ায় খুব পরিচিত কোনো নাম নয়। লম্বা সময় ফুটবলে কাটালেও কখনো জাতীয় দলের জার্সি পরা হয়নি তাঁর। তবে অচেনা সেই আউরেলিও সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় আছেন নেইমার ইস্যুতে।

সম্প্রতি গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে কথা বলেছেন আউরেলিও। এ সময় নেইমারের অর্জন নিয়েও আলাপ করেছেন তিনি। বলেছেন, নেইমার যা অর্জন করেছেন তাতে তিনি হতাশ। তবে পূর্বসূরির এমন সমালোচনা পছন্দ হয়নি নেইমারের। যে কারণে তাঁকে এক হাত নিয়েছেন ব্রাজিলয়ান এই তারকা।

সাক্ষাৎকারে নেইমারকে উদ্দেশ্য করে আউরেলিও বলেন, ‘আমি সব সময় বলি, আমি যদি সে হতাম তবে হতাশ হতাম।’ এ সময় নেইমার ব্যালন, ডি’অর না জেতা নিয়েও আক্ষেপ করেন সাবেক এই লিভারপুল ডিফেন্ডার। তিনি আরও বলেন, ‘তার কাছে মনে হয় খেলার চেয়েও গুরুত্বপূর্ণ আরও কিছু আছে। অথচ আপনারা দেখবেন, রোনালদো-মেসিরা ১০-১৫ বছর ধরে শীর্ষে অবস্থান করছেন।’

তবে আউরেলিওর এই মন্তব্য ভালো লাগেনি নেইমারের। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নেইমার বলেন, ‘আমি সেই সব সাবেক খেলোয়াড় নিয়ে বিরক্ত, যারা মুখ খুললেই বাজে কথা বলে। পাঁচ মিনিটের একটি সাক্ষাৎকার, যেখান সে শুধু অন্য মানুষের জীবন নিয়েই কথা বলেছে। সমালোচনা করতে হলে সেটা করুক, ফালতু কথা বলার দরকার নেই।’

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র