হোম > খেলা > ফুটবল

কোথায় দেখবেন বাংলাদেশ-নেপাল ফাইনাল

আজকের পত্রিকা ডেস্ক­

নারী সাফ ফাইনালে আজ খেলতে নামছে বাংলাদেশ-নেপাল। ছবি: বাফুফে

নারী সাফের ফাইনাল শুরু হতে বেশিক্ষণ বাকি নেই। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ-নেপাল। ফাইনাল ম্যাচটি টিভিতে দেখার সুযোগ না থাকলেও ভক্ত-সমর্থকদের হতাশ হওয়ার কিছুই নেই।

নেপালের একটি ইউটিউব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-নেপাল ফাইনাল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হবে এই ম্যাচটি। বাংলাদেশ নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। নেপালের সামনে এটা প্রতিশোধের মিশন। কারণ, ২০২২ সালে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়েই শিরোপা জিতেছিল সাবিনা খাতুনের বাংলাদেশ। নারী সাফে—এটা বাংলাদেশের প্রথম শিরোপা।

বাংলাদেশ থেকে কাঠমান্ডুর দূরত্বটা হাজার কিলোমিটারের। যে শহরে এখন ফুটবলের মিলনমেলার গোধূলিলগ্ন। আশপাশ থেকে অনেকে সেখানে গিয়েছেন প্রিয় দেশকে সমর্থন জোগাতে। যেখানে বাংলাদেশিরাও পিছিয়ে নেই। সাবিনাদের ম্যাচ হলেই কিছুসংখ্যক দর্শক কাঠমান্ডুর গ্যালারিতে জড়ো হন তাঁদের জন্য গলা ফাটাতে। আজ স্বাগতিকদের ভিড়ে তাঁরাও যেমন চাইবেন দেশের জয়, গোটা বাংলাদেশও চাইবে এবারও মেয়েরা ফিরুক ট্রফি হাতে বীরের বেশে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনও তেমন আভাস দিয়েছেন, ‘অবশ্যই চাইব...দেশের মানুষের দোয়া। গতবার আমাদের প্রতি আশা ছিল, সেটা রেখেছিলাম। এখন মেয়েরা ভালো ফুটবল খেলছে, এটাই স্বস্তির। আমি মনে করি, শিরোপা জেতার জন্যই খেলবে মেয়েরা।’

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার