হোম > খেলা > ফুটবল

রোনালদোর ৫ শতাংশ পেলে সেরা খেলোয়াড় হতেন ব্রাজিলিয়ান ফুটবলার

একটা সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে সতীর্থ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও অ্যান্ডারসন। অ্যান্ডারসনের পুরনো সতীর্থ রোনালদো এখনো দিব্যি খেলে যাচ্ছেন। পর্তুগিজ এই ফরোয়ার্ড জিতেছেন অসংখ্য শিরোপা। অথচ অ্যান্ডারসনের ক্যারিয়ার থেমে গেছে অনেক আগেই। ব্রাজিলিয়ান এই ফুটবলার জানিয়েছেন, রোনালদোর মতো আত্মনিবেদন থাকলে সেরা খেলোয়াড় হতে পারতেন তিনিও (অ্যান্ডারসন)। 

স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আল নাসর-এই নিয়ে পঞ্চম ক্লাবে খেলছেন রোনালদো। সব মিলিয়ে ৯৫৪ ম্যাচে করেছেন ৭০৬ গোল ও অ্যাসিস্ট করেছেন ২২৫ গোলে। যেখানে ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচে করেছেন ১৪৫ গোল ও ৬৪ অ্যাসিস্ট করেছেন। ক্লাব ক্যারিয়ারে প্রথম ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ৫ বার। ৪টি ক্লাব বিশ্বকাপ ও ৩টি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপ জিতেছেন তিনি। ৫ বার ব্যালন ডি অর জিতেছেন পর্তুগালের এই তারকা ফুটবলার। 

অন্যদিকে ৭টি ভিন্ন ক্লাবের হয়ে ২৯৯ ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। ব্রাজিলিয়ান এই ফুটবলার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন একবার, প্রিমিয়ার লিগ জিতেছেন চারবার। রোনালদোর আত্মনিবেদনের প্রশংসা করে অ্যান্ডারসন বলেন, ‘যদি ক্রিস্টিয়ানো রোনালদোর ৫ শতাংশ পেতাম, বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারতাম। আমি এটা জানি। তার অনেক প্রতিভা ছিল। একই সঙ্গে দৃঢ়প্রতিজ্ঞ। আমার ক্যারিয়ারও দারুণ ছিল কারণ অনেক কিছুই জিতেছি আমি। তবে আমি আরও অনেক দূর যেতে পারতাম। সত্যি বলতে রোনালদোর ৫ শতাংশ পেলে আমি এখন শীর্ষ লিগে খেলতাম।’ 

২৯৯ ম্যাচে অ্যান্ডারসন করেছেন ১৬ গোল ও ৩১ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। সবচেয়ে বেশি ১৮১ ম্যাচ খেলেছেন ইউনাইটেডের জার্সিতে। ৯ গোলের সঙ্গে করেছেন ২০ অ্যাসিস্ট।

এবার আমরা যেন সাফে চ্যাম্পিয়ন হই

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু