হোম > খেলা > ফুটবল

লিডসের বিপক্ষে জয় এ মৌসুমের সেরা, বলছেন ক্লপ

লিভারপুল গতকালের আগে সর্বশেষ জয় পেয়েছিল নিজেদের মাঠ অ্যানফিল্ডে। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচে জয়হীন ছিল তারা। অবশেষে অল রেডরা জয়ের মুখ দেখেছে। গতকাল লিডসকে তাদের মাঠেই ৬-১ গোলে হারিয়েছে লিভারপুল। 

লিডসকে বিধ্বস্ত করে খুশি হয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ম্যাচ শেষে লিভারপুল কোচ জানিয়েছেন, এ মৌসুমে এই জয়ই তাদের সেরা। অথচ, এর চেয়েও বড় ব্যবধানে তারা জিতেছিল সর্বশেষ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৭-০ গোলে। 

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে ক্লপ বলেছেন, ‘মনে করি, এই মৌসুমে সেরা ম্যাচটি খেলেছি। আমরা প্রতিপক্ষকে ভুল, চাঞ্চল্যকর গোল, তাদের চাপে রেখেছি। দীর্ঘ সময়ের মধ্যে সেরা ম্যাচ ছিল। কিছু কঠিন মুহূর্ত ছিল, একটি অপ্রয়োজনীয় গোল হজম করেছিলাম, তবে এসব ঘটে। এসব বাদে আমরা ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম।’ 

গতকাল শুরু থেকেই লিডসের ওপর আধিপত্য ধরে রাখে লিভারপুল। তবে একের পর এক আক্রমণ করলেও গোল পেতে ৩৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। গোলমুখ খুলেছেন ফরোয়ার্ড কোডি গাকপো। ডাচ ফুটবলারের পরেই গোল উৎসব শুরু হয় অল রেডদের। তিন মিনিট পর গোল করেন মোহামেদ সালাহ। মিসরীয়ও ফরোয়ার্ডের গোলের পরেই বিরতিতে যায় দুই দল। 

বিরতির পর অবশ্য ১ গোল শোধ দেয় লিডস। ৪৭ মিনিটে লুইস সিনিসটেরার গোলের বিপরীতে পরে আরও ৪ গোল হজম করে তারা। ডিয়েগো জোতার জোড়া গোলের সঙ্গে পরে আরও ১টি গোল করেছেন সালাহ। আর শেষ গোলটি করেছেন ডারউইন নুনেজ।

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস