হোম > খেলা > ফুটবল

নিউজিল্যান্ডকে হারিয়ে কাতারের টিকিট কাটল কোস্টারিকা

শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল কোস্টারিকা। গত রাতে নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ৩২তম দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। বিশ্বকাপে ‘ই’ গ্রুপে পড়া কোস্টারিকা তাদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে জার্মানি, স্পেন ও জাপানকে ।

কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে গত রাতে আন্তমহাদেশীয় প্লে-অফে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙেছে নিউজিল্যান্ডের। অন্যদিকে এই জয়ে টানা তৃতীয় ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল কোস্টারিকা।

ম্যাচের তৃতীয় মিনিটেই জোয়েল কাম্পবেলের গোলে এগিয়ে যায় কোস্টারিকা। ৩৯ মিনিটে সুযোগ এসেছিল নিউজিল্যান্ডের সামনে। প্রতিপক্ষের জালে কিউইদের পক্ষে বলও জড়িয়েছিলেন ক্রিস উড। কিন্তু ফাউলের কারণে রেফারি ভিএআরের সহায়তা নিলে বাতিল হয়ে যায় গোল।

১-০ গোলে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড দ্বিতীয়ার্ধে আরও চাপে পড়ে। ৬৯ মিনিটের মাথায় ফ্রান্সিসকো কালভোকে ফাউল করে প্রথমে হলুদ কার্ড দেখেছিলেন কোস্টা বারবারোউস।  ভিএআরের শরণাপন্ন হয়ে রেফারি পরে তাঁকে লাল কার্ড দেখালে নিউজিল্যান্ড ১০ জনের দলে পরিণত হয়। ১০ জনের দল নিয়ে চেষ্টা করেও বাকি সময়ে ম্যাচে ফিরতে পারেনি।

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র