হোম > খেলা > ফুটবল

২ গোলে পিছিয়ে পড়েও বড় জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই ম্যাচের নারী ফিফা প্রীতি সিরিজের প্রথমটিতে পিছিয়ে পড়েও ভুটানকে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ১ গোল হজমের পরও সাবিনারা ম্যাচ জিতেছিলেন ৫-১ ব্যবধানে। আজ দ্বিতীয় ম্যাচেও পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। প্রথমে দুই গোল হজম করেও বাংলাদেশের মেয়েরা ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছে ৪-২ গোলে।

ভুটানের চেয়ে তুলনামূলকভাবে শক্তিশালী বাংলাদেশের নারী দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের নারী দলের অবস্থান ১৪০ নম্বরে। ভুটান ১৭৩। র‍্যাঙ্কিংয়ে ৩৩ ধাপ এগিয়ে থাকা বাংলাদেশের জয়ই ছিল স্বাভাবিক প্রত্যাশা। তবে এদিন প্রথম গোল করে সফরকারী দলকে চমকে দেয় স্বাগতিকেরা। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ২২ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে বসে ভুটান। ১৫তম মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থর লম্বা ক্রসে বল পেয়ে বক্সে ঢুকে পেমার ক্রসে জাল কাঁপান ডেকি লাজোম। ২২ মিনিটে তিনি আরও এক গোল করে উল্লাসের সুযোগ করে দেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের।

তবে জোড়া গোল হজমের পরও ভড়কে যাননি সাবিনারা। প্রথমার্ধেই দুই গোল পরিশোধ করে বাংলাদেশ। ম্যাচের ৩৫ মিনিটে লাল-সবুজের হয়ে প্রথম গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৪০ মিনিটে দলকে সমতায় আনেন ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করা মোসাম্মত সাগরিকা।

এই ম্যাচের আগে প্রথম ম্যাচের মতোই একাধিক গোল করতে চেয়েছিলেন সাগরিকা। এদিন সেটা অবশ্য হয়নি। তবে বাংলাদেশ ঠিকই বড় জয় পেয়েছে; দ্বিতীয়ার্ধে রিতুপর্ণা চাকমার সুবাদে। ৬২ ও ৮৬ মিনিটে বাংলাদেশের তৃতীয় এবং চতুর্থ গোলটি করেন তিনিই।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার