হোম > খেলা > ফুটবল

লামিনে ইয়ামালের বাবাকে ছুরিকাঘাত করা চার দুর্বৃত্ত গ্রেপ্তার

স্প্যানিশ ফুটবলের নতুন তারকা লামিনে ইয়ামালের বাবাকে ছুরিকাঘাত করা চার দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে কাতালোনিয়ার স্থানীয় পুলিশ। আজ খবরটি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএফপি। 

গতরাতে ইয়ামালের বাবা মুনির নাসরাউয়ি ছুরিকাঘাতে আহত হওয়ার বিষয়টি জানায় ‘লা ভ্যানগার্দিয়া’। স্প্যানিশ সংবাদমাধ্যমটি জানায়, বার্সেলোনা থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারোর রোকোফোন্ডা এলাকায় পোষা কুকুর নিয়ে গাড়ি পার্ক করার জায়গায় হাঁটছিলেন নাসরাউয়ি। সেখানে কয়েক জনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। সেই লোকেরা নাসরাউয়িকে একাধিকবার ছুরিকাঘাত করে চলে যায়। 

তবে বর্তমানে আশঙ্কামুক্ত আছেন ইয়ামালের বাবা। বার্সেলোনা ফরোয়ার্ডের পরিবারের এক ঘনিষ্ঠজন এএফপিকে জানান, নাসরাউয়ি আশঙ্কামুক্ত এবং তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে কবে নাসরাউয়ি কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন সেটি জানা যায়নি। ঘটনার পর বুধবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য মাতারো পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। আর চতুর্থজনকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

আহত অবস্থায় হার্মান ত্রিয়াস ই পুয়োল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয় ইয়ামালের বাবাকে। বাদালোনার কান রুটি এলাকায় অবস্থিত সেই হাসপাতাল। অনেক ক্ষত ছিল নাসরাউয়ির শরীরে। লা ভ্যানগার্ডিয়া জানায়, গুরুতর আহত হলেও এখন তিনি স্বাভাবিক আছেন। ইয়ামালের বাবার ছুরিকাঘাত নিয়ে বার্সেলোনা পুলিশ তদন্ত শুরু করেছে। কয়েক জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে ইএফইর প্রতিবেদনে জানা গেছে।  

গত বছর বার্সেলোনা ও স্পেন জাতীয় দলে অভিষেক হয় ইয়ামালের। ১৭ বছর বয়সী তরুণ এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছেন। ২০২৪ ইউরোতে ১ গোল ও ৪ অ্যাসিস্ট করে পেলে, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদের রেকর্ড ভেঙেছেন ইয়ামাল।

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি