হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনা দলে ইতালিয়ান ‘পাসপোর্টধারী’

তিনি চাইলে খেলতে পারতেন ইতালির হয়েও। ইতালির কোচ রবের্তো মানচিনি বলতে গেলে প্রস্তুত হয়ে ছিলেন তাঁকে পাওয়ার জন্য। মার্কোস সেনেসি সেই সুযোগ আর নেননি, সাড়া দিয়েছেন মাতৃভূমি আর্জেন্টিনার ডাকে।

কনমেবল ও উয়েফার সেরা দুই দেশ আর্জেন্টিনা-ইতালির মধ্যে প্রীতি ম্যাচটা হবে ১ জুন। সেই ম্যাচকে ঘিরে যে ৩৫ সদস্যের প্রাথমিক দল গড়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, তাতে নাম আছে সেনেসির। ডাচ ক্লাব ফেয়নুর্দের ২৫ বছর বয়সী ডিফেন্ডারের আবার একই সঙ্গে ইতালিয়ান পাসপোর্টও আছে। 

ফেয়নুর্দের হয়ে আলো ছড়িয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মানচিনির ইতালি দলে ডাক পান সেনেসি। একই সময়ে ইতিবাচক সাড়া এসেছে আর্জেন্টিনা থেকেও। ফুটবল ইতিহাসে সেনেসিই একমাত্র ফুটবলার, যিনি একই ম্যাচের জন্য প্রতিপক্ষ দুই দেশ থেকে ডাক পেলেন। ইতালির প্রাথমিক দলে থাকলেও খেলতে পারবেন কি না, সেই অনিশ্চয়তা থেকে মেসিদেরই বেছে নিয়েছেন সেনেসি। 

স্কালোনির আর্জেন্টিনা দলে আর কোনো নতুন নাম নেই। তবে আছে চোটাক্রান্ত খেলোয়াড়। পিএসজি মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেস মাত্র চোট সেরে উঠেছেন। টটেনহাম ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর আছে চোট। 

আর্জেন্টিনার প্রাথমিক দল 
গোলরক্ষক
এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আর্মানি 

রক্ষণ
গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, ক্রিস্টিয়ান রোমেরো, হারমান পেজ্জেয়া, মার্কোস সেনেসি, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্তিনেজ, নেহুয়েন পেরেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনিয়া 

মিডফিল্ডার
গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ডমিংগুয়েজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এজিকুয়েল প্যালাসিওস, জিওভান্নি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া, আনহেল কোরেয়া

ফরোয়ার্ড
লিওনেল মেসি, আলেহান্দ্রো পাপু গোমেজ, নিকোলাস গঞ্জালেজ, লুকাস ওকাম্পোস, অ্যাঙ্গেল ডি মারিয়া, পাউলো দিবালা, হোয়াকিন কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লুকাস আলারিও, লাউতারো মার্তিনেজ

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা