হোম > খেলা > ফুটবল

মেসির করোনা হওয়ায় হত্যার হুমকি পেলেন ডিজে

কদিন আগেই লিওনেল মেসির সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে আলোচনায় আসেন আর্জেন্টাইন ডিজে ফার পালাসিও। কিন্তু কে জানত, সেই আনন্দের মুহূর্ত তাঁর জীবনে বিপদ ডেকে আনবে। মেসি করোনা আক্রান্ত হওয়ার পর এবার সেই ছবির কারণে এবার হত্যার হুমকি পেলেন পালাসিও। 

সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) তারকা মেসি। বর্তমানে আইসোলেশনে আছেন তিনি। তবে মেসি করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় বিপদ বেড়েছে পালাসিও। মেসি যখন শীতকালীন বিরতিতে দেশে ফিরেছিলেন তখন পালাসিওর সঙ্গে দেখা হয় মেসির। সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোডও করেন তিনি। সেখানে ক্যাপশন দিয়ে পালাসিও লিখেন, ‘নাচার জন্য আমি অসামান্য খেলোয়াড়কে পেয়েছি। মেসি পরিবারকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য।’ 

এরপর গত রোববার পিএসজি জানায় করোনা আক্রান্ত হয়েছেন মেসি। এই ঘোষণার পরই আসল বিপদে পড়েন ডিজে পালাসিও। এক ইনস্টাগ্রাম পোস্টে পালাসিও জানান, মেসির করোনা আক্রান্ত হওয়ার জন্য তাঁকে দায়ী করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি লিখেন, ‘মেসি করোনা পজিটিভ হওয়ায় টুইটারে আমি ট্রেন্ডে পরিণত হয়েছি। তারা বলছে আমার কারণে মেসি করোনা আক্রান্ত হয়েছে। তারা আমাকে হত্যাকারী সম্বোধন করেছে। এমনকি আমি বেশ কিছু বাজে ব্যক্তিগত বার্তাও পেয়েছি।’ 

এ সময় পালাসিও করোনা আক্রান্ত নন দাবি করে নিজের নেগেটিভ টেস্ট রিপোর্টও দেখান। আর্জেন্টিনা ভ্রমণকালে বেশি কিছু পার্টিতে অংশগ্রহণ করেন মেসি। বর্তমানে মেসি রোসারিওতে আছেন। নেগেটিভ না হওয়া পর্যন্ত তিনি ফ্রান্সে ফিরতে পারবেন না।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো