হোম > খেলা > ফুটবল

মেসির রেকর্ড, পিএসজির রেকর্ড

রেকর্ড গড়াকে দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন লিওনেল মেসি। একের পর এক রেকর্ড নিজের নামে করে নিচ্ছেন মেসি। গতকাল ক্রিস্টিয়ানো রোনালদোর এক রেকর্ড ভেঙে নিজের নামে করে নিলেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা।

লা মেইনাওতে লিগ ওয়ানে গতকাল মুখোমুখি হয় স্ত্রাসবুর্গ-পিএসজি। ৫৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্টে গোল করেন মেসি। ৪৯৬ গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের নামে করে নেন মেসি। লা লিগায় ৪৭৪ গোল ও লিগ ওয়ানে ২২ গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। দ্বিতীয় স্থানে আছেন রোনালদো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তাঁর গোল ৪৯৫। লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আ তে করেছেন ৩১১, ১০৩ ও ৮১ গোল। 

মেসির রেকর্ডের দিন রেকর্ড গড়েছে পিএসজিও। স্ত্রাসবুর্গের বিপক্ষে ১-১ গোলে ড্র করে টানা দ্বিতীয় শিরোপা জেতে পিএসজি। লিগ ওয়ানে সর্বোচ্চ ১১ বার শিরোপা জিতেছে প্যারিসিয়ানরা। দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার করে শিরোপা জিতেছে মার্শেই ও সেঁত এতিয়েন।

২০২১ থেকে পিএসজিতে খেলছেন মেসি। ক্লাবটিতে প্রায় দুই বছরের ক্যারিয়ারে খেলেছেন ৭৪ ম্যাচ। করেছেন ৩২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩৫ গোলে। পিএসজির জার্সিতে টানা দুটি লিগ ওয়ান জিতেছেন। ২০২২ ট্রফি দেস চ্যাম্পিয়নসও জিতেছেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা।

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন