জাপানের কাছে হেরে বিশ্বকাপের পথটা কঠিন হয়েছিল জার্মানির। গতকাল আল বায়েত স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে জার্মানিই হারতে বসেছিল। ৭০ মিনিটে বদলি নামা নিকোলাস ফুলক্রুগের গোলে ১-১ ড্রয়ে মাঠ ছাড়ে দলটি। সুপার সাবের কল্যাণে জার্মানদের এখনো সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার।
ম্যাচের শুরু থেকেই বল পজিশন নিয়ে খেলা স্পেন ৬ মিনিটে দুর্দান্ত এক সুযোগ তৈরি করে। বক্সের কাছাকাছি থেকে অসাধারণ এক শটও নেন দানি ওলমো। তবে তাঁর শটকে কর্নারের মাধ্যমে বাঁচিয়ে দেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। আর ২২ মিনিটে নেওয়া জর্দি আলবার শটটি অল্পের জন্য বাঁ পোষ্ট ঘেষে যায়।
২ মিনিট পর একই ভুল করে বসেন নায়ারও। ফেরান তোরেসের শটটি অবশ্য রক্ষণভাগেই আটকে যায়। ৩৫ মিনিটে আরেকটি সুযোগ পেয়েছিলেন স্পেন তারকা। এবারও তাঁর জোরাল শটটি প্রতিপক্ষের মিডফিল্ডার জামাল মুসিয়ালার পায়ে লেগে বাইরে যায়।
প্রথমার্ধের ভুলের মতো দ্বিতীয়ার্ধেও একই ভুল করেন গোলরক্ষক উনাই। ৫৬ মিনিটে এবার জার্মানের মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ানকে ভুল পাস দেন তিনি। ম্যানসিটির মিডফিল্ডারের পাসে জোরালো শট নেন কিমিখ। তাঁর নিশ্চিত গোলকে ডান দিকে ঝাঁপিয়ে প্রতিহত করে প্রায়শ্চিত্ত করেন স্পেন গোলরক্ষক।
এই ড্রয়ে জমে উঠল ‘ই’ গ্রুপের হিসাবনিকাশ। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে স্পেনই শীর্ষে। সমান ৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুই ও তিনে জাপান ও কোস্টারিকা। প্রথম পয়েন্ট পাওয়া জার্মানি এখনো নিচে থাকলেও সুযোগ আছে তাদের দ্বিতীয় রাউন্ডে ওঠার। জার্মানদের পরের ম্যাচ কোস্টারিকার বিপক্ষে।