হোম > খেলা > ফুটবল

রোনালদোকে ছাড়াই বেশি ভালো খেলছে ম্যানইউ

মৌসুমের শুরুতে নাটকীয়ভাবে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে আসেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোকে ঘিরে ম্যানইউ অনেক স্বপ্ন দেখলেও মাঝ মৌসুমে এসে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। রোনালদো ওল্ড ট্রাফোর্ডে আসার পর তাঁকে ছাড়াই বেশি ভালো খেলেছে ম্যানইউ। 

বর্তমানে প্রিমিয়ার লিগে সেরা চারে থাকা নিয়ে শঙ্কায় আছে ম্যানইউ। পয়েন্ট টেবিলে ‘রেড ডেভিল’দের এখন অবস্থান সাতে। এমন পরিস্থিতিতে সানস্পোর্টের একটি পরিসংখ্যান বলছে রোনালদোকে ছাড়াই বেশি ভালো খেলছে ম্যানইউ। পরিসংখ্যান অনুসারে, রোনালদোকে নিয়ে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলেছে ম্যানইউ। যার মধ্যে ১০টি জয়, ৪টি ড্র ও ৭টি হার আছে। শতাংশের হিসাবে জয়ের হার ৪৮ শতাংশ। 

অন্যদিকে রোনালদোকে ছাড়া এখন পর্যন্ত ম্যানইউ ম্যাচ খেলেছে ৬টি। যেখানে ৩টি জয়, ২টি ড্র ও একটি ম্যাচে হেরেছে রালফ রাংনিকের দল। শতাংশের হিসাবে জয়ের হার ৫০ শতাংশ। রোনালদো অবশ্য ম্যানইউকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, ‘আমি এখানে পাঁচ, ছয় কিংবা সাতে থাকার জন্য আসিনি। আমি এখানে এসেছি শিরোপা জেতার জন্য, লড়াইয়ের জন্য।’ তবে বড় কিছু করতে হলে রোনালদোসহ ভালো করতে হবে ম্যানইউকে। তেমন কিছু দেখার অপেক্ষায় এখন সমর্থকেরাও।

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন, হামলাকারীর রহস্যময়ী বার্তা

জয়ের পরও বার্সেলোনার একাধিক দুশ্চিন্তা, হ্যারি কেনের পেনাল্টি মিস

এক সাবিনার কাছেই উড়ে গেল শ্রীলঙ্কা

আমিও একজন মানুষ: দর্শকদের দুয়োধ্বনি নিয়ে ভিনিসিয়ুস

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়