লিওনেল মেসির কাছে একটা ধন্যবাদ আশা করতেই পারেন নেইমার। গতকাল এস্তাদিও দ্য লুজ স্টেডিয়ামে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অ্যাসিস্টে বেনফিকার বিপক্ষে দারুণ এক গোল করেছেন মেসি। তাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে অনন্য এক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন তারকা ফুটবলার।
গতকাল চ্যাম্পিয়নস লিগে বেনফিকা-পিএসজি ম্যাচের ২২তম মিনিটের ঘটনা। নেইমারের বাড়ানো পাসে বাঁ পায়ে দুর্দান্ত এক ক্রসে গোল করেন মেসি। তাতে চ্যাম্পিয়নস লিগে একমাত্র ফুটবলার হিসেবে ৪০টি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে গোলের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন ফুটবল তারকা।
মেসি গোল করলেও পিএসজি জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। সতীর্থ দানিলো পেরেইরার আত্মঘাতী গোলে বেনফিকার বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করে পিএসজি। তার পরেও এবারের চ্যাম্পিয়নস লিগে ৩ ম্যাচে ৭ জয় নিয়ে গ্রুপ এইচে শীর্ষে আছে ফরাসিয়ান এই ক্লাব।
চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে এখনো দ্বিতীয় সেরা গোলস্কোরার মেসি। এখন পর্যন্ত ১৫৯ ম্যাচে ১২৭ গোল করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ১৪০ গোল করে এই প্রতিযোগিতায় শীর্ষে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।