সেভিয়ার এস্তাদিও দি অলিম্পিকো স্টেডিয়ামে তখনো হয়তো খেলা দেখতে আসা দর্শক ঠিকঠাকমতো নিজেদের আসনে বসতে পারেননি। কিন্তু মাঠে সতীর্থদের সঙ্গে গোল উদ্যাপন শুরু করেছেন রদ্রিগো। কোপা দেল রের ফাইনালে মাত্র ১ মিনিট ৪৭ সেকেন্ডে গোল করে রেকর্ড গড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
রিয়ালের হয়ে এই টুর্নামেন্টের ফাইনালে ৭৭ বছরের মধ্যে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন রদ্রিগো। ১৯৪৬ সালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে দ্রুততম গোলের রেকর্ড গড়েন রিয়ালের সাবেক ফরোয়ার্ড সাবিনো বারিনাগা। আর সব মিলিয়ে দ্রুততম গোলের মালিক রাউল তামুডো। ২০০৬ সালে রিয়াল জারাজোগার বিপক্ষে প্রথম মিনিটেই গোল করেছিলেন সাবেক এস্প্যানিওল ও স্প্যানিশ ফরোয়ার্ড।
রেকর্ড গোলে আরও একটি কীর্তি গড়েছেন রদ্রিগো। ২১ শতকে রিয়ালের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করেছেন তিনি। গোলের সময় তাঁর বয়স ছিল ২২ বছর ১১৭ দিন। পরে দলের জয়সূচক গোলটিও করেন তিনি। ২টি গোলের উৎসদাতা ক্লাব ও জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র। ৫৮ মিনিটে ওসাসুনার হয়ে একটি গোল শোধ দিয়েছেন পাবলো তোরো।
ফাইনালে ২-১ গোলে জিতে ২০১৪ সালের পর প্রথমবারের মতো কোপা দেল রের চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল। টুর্নামেন্টে তাদের এটি ২০তম শিরোপা। ৩১ শিরোপায় শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।