হোম > খেলা > ফুটবল

বায়ার্নের বিপক্ষে মেসি খেলবেন, বলছেন গালতিয়ের

মার্শেইয়ের বিপক্ষে গত পরশু ২-১ গোলে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নিয়েছে পিএসজি। টুর্নামেন্ট থেকে বিদায়ে দলের হতাশা যতটা দেখা দিয়েছে, তার চেয়ে ঢের বেশি দুশ্চিন্তা ছিল লিওনেল মেসিকে নিয়ে। সেই ম্যাচে চোটে পড়ায় তাঁর চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে একটা শঙ্কা জেগেছিল।

তবে গতকাল সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন ক্রিস্টোফ গালতিয়ের। মেসিকে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পাওয়া যাবে এমনটি জানিয়েছেন পিএসজির কোচ। তাঁর কথায় স্বস্তির নিশ্বাস ফেলতেই পারেন দলের সঙ্গে সমর্থকেরাও। কেননা, ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ম্যাচটি হচ্ছে বুন্দেসলিগার পরাশক্তি বায়ার্ন মিউনিখের বিপক্ষে। বায়ার্নের বিপক্ষে আর্জেন্টাইন তারকাকে পেলেও মোনাকোর বিপক্ষে তাঁকে পাবে না পিএসজি। লিগ-১-এর ম্যাচটি আজ রাতে হবে।

গালতিয়ের বলেছেন, ‘আগামীকাল (আজ) মোনাকোর বিপক্ষে লিওকে পাওয়া যাবে না। বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলার আগের দিন অর্থাৎ সোমবার সে অনুশীলনে আসবে। তাই তার খেলা নিয়ে আপনারা ‘শঙ্কা’ শব্দটি ফেলে দিতে পারেন।’

মেসির গুরুত্ব এবং মোনাকোর ম্যাচ সম্পর্কে গালতিয়ের বলেছেন, ‘খেলায় লিওর গুরুত্ব সম্পর্কে আমরা জানি। তার না থাকা মানে ম্যাচে আরো শক্ত ও দলগতভাবে খেলা এবং ভিন্ন কোনো উপায়ে খেলতে হবে।’

বায়ার্নের বিপক্ষে মেসিকে পেলেও কিলিয়ান এমবাপ্পেকে পাবে না পিএসজি। গত ১ ফেব্রুয়ারি মঁপেলিয়ের বিপক্ষে চোট পান ফরাসি তারকা। ওই ম্যাচে ঊরুর পেশি ছিঁড়ে যাওয়ায় তাঁকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ খেলতে হবে।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা