হোম > খেলা > ফুটবল

শিরোপা জিতেও সন্তুষ্ট নয় ম্যান ইউনাইটেড

মেজর শিরোপা জয় ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে এতদিন ছিল ‘সোনার হরিণ।’ অবশেষে গতকাল ওয়েম্বলিতে অধরা শিরোপার স্বাদ পায় ম্যান ইউ। নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়ে কারাবাও কাপ জেতে রেড ডেভিলরা। তবে ব্রুনো ফার্নান্দেজের কাছে এই জয় যথেষ্ট নয়। আরও শিরোপা জিততে চান এই অ্যাটাকিং মিডফিল্ডার।

ওয়েম্বলিতে গতকাল কারাবাও কাপের ফাইনালে অবশ্য বল কম দখলে রাখতে পেরেছিল ম্যান ইউ। ইউনাইটেড বল দখলে রাখতে পেরেছিল রেখেছিল ৩৮ শতাংশ। তবে নিউক্যাসলের লক্ষ্য বরাবর শট করেছিল ১০টি। যার মধ্যে গোল হয়েছে দুটি এবং দুটো গোলই হয়েছে প্রথমার্ধে। ৩৩ মিনিটে কাসেমিরো ও ৩৯ মিনিটে গোল করেন মার্কাস রাশফোর্ড। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে কারাবাও কাপ নিজেদের করে নেয় ম্যান ইউ। ২০১৭ এর ইউরোপা লিগের পর গতকাল মেজর শিরোপা জিতেছে রেড ডেভিলরা।

৬ বছর পর শিরোপা জয়ও কম মনে হচ্ছে ফার্নান্দেজের। ম্যান ইউর হয়ে আরও শিরোপা জিততে চান তিনি। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে রেড ডেভিলদের এই অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, ‘এই অনুভূতি অসাধারণ। এই মুহূর্তর জন্য আমরা অপেক্ষা করছিলাম। ভক্তরা এবং ক্লাবের আমরা সবাই অবশেষে প্রাপ্য ট্রফি পেলাম। মৌসুমের প্রথম ট্রফি আমরা পেলাম। তবে এটা ক্লাবের জন্য যথেষ্ট না। আমরা আরও চাই। আমরা যে মানের ফুটবল খেলছি, তাতে আমাদের আরও ট্রফি প্রাপ্য।’

টেন হাগের অধীনে বেশ দারুণ খেলছে ম্যান ইউ। এই বছর সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলেছে ইউনাইটেড। জিতেছে ১২ ম্যাচ, ৩ ম্যাচ ড্র করেছে ও ১ ম্যাচ হেরেছে রেড ডেভিলরা। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তিন নম্বরে আছে ইউনাইটেড।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী