হোম > খেলা > ফুটবল

মেসির সতীর্থ হচ্ছেন রোনালদো!

ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ফ্রান্সে আনার কথা ভাবছে প্যারিস সেন্ট জার্মেই। একাধিক স্প্যানিশ গণমাধ্যমের খবর, কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিলে পিএসজিতে আসবেন রোনালদো। এই খবরের পর বর্তমান সময়ের দুই মহাতারকা লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোকে সতীর্থ হিসেবে দেখা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন।  

এদিকে পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি শেষ হবে এই মৌসুমেই। ফরাসি স্ট্রাইকার চুক্তি নবায়নেরও আগ্রহ দেখাচ্ছেন না! পিএসজি তাই এমবাপ্পের স্থলাভিষিক্ত হিসেবে রোনালদোকে দলে ভেড়ানোর কথা ভাবছে।

রোনালদোকে দলে পেতে নিজেদের আগ্রহের কথা আগে থেকেই জানিয়ে রেখেছিল পিএসজি। এবার হয়তো তেমন কিছুই হতে যাচ্ছে। এমবাপ্পে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেই পিএসজি রোনালদোর ব্যাপারে সামনে এগোবে। অন্যদিকে রোনালদোকেও ছাড়তে হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই সব সমীকরণ এক বিন্দুতে মিললেই মেসি-রোনালদোকে একসঙ্গে দেখা যাবে পিএসজিতে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, এমবাপ্পে পিএসজি ছাড়লে তাঁর জায়গায় রোনালদোকে দলে আনা সহজ হবে নাসের আল খালেইফির ক্লাবের। কারণ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রালফ রাংনিকের সঙ্গে পর্তুগিজ ফরোয়ার্ডের বিরোধের বিষয়টি এখন অনেকটাই স্পষ্ট।

মেসি-রোনালদোকে এক ক্লাবের হয়ে দেখার তর সইছে না ফুটবলপ্রেমীদের। এবার সেই আশার পালে হাওয়া দিল স্প্যানিশ গণমাধ্যম মার্কা। বাতাসে এখন জোর গুঞ্জন—মেসি-নেইমারের সতীর্থ হতে যাচ্ছেন রোনালদো।

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি