হোম > খেলা > ফুটবল

পিএসজিতে এই মৌসুমই শেষ মেসির

আগামী জুনে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। গুঞ্জন ছিল, ফরাসি জায়ান্টদের সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেন তিনি। তবে ক্লাব কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় পিএসজি দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। 

তারই জের ধরে গুঞ্জন চলছিল, প্যারিস ছাড়ছেন মেসি। ফরাসি গণমাধ্যম লেকিপ জানিয়েছিল, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না ৩৫ বছর বয়সী তারকা। সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। আজ ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পিএসজি ছাড়ছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। 

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো তারকা মেসি আরেক বছর পার্ক দে প্রিন্সেসে থাকার ‘নীতিগত চুক্তি’ করেছিলেন। তবে এখন সেই পথে হাঁটছেন না তিনি। চুক্তি নবায়ন করছেন না ফরাসি ক্লাবটির সঙ্গে। 

বিবিসির বরাতে স্প্যানিশ ফুটবল সাংবাদিক গুইলেম বালাগও জানিয়েছেন, মেসির পিএসজি ছাড়ার কথা। নিজের অফিসিয়াল টুইটার পেজে তিনি লিখেছেন, ‘বিবিসি মারফত জানতে পারলাম আর্জেন্টাইন ফরোয়ার্ড পিএসজি ছাড়ছেন।’

গুজব ছিল, ‘পিএসজি প্রজেক্টের’ সঙ্গে সন্তুষ্ট হতে না পারার কারণে প্যারিস ছাড়ার সিদ্ধান্ত এক মাস আগেই নিয়েছিলেন মেসি। এমনটাই জানিয়েছে গোল ডটকম। ২০২১ সালে দুই বছরের চুক্তির সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়নের বিকল্প রেখে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। 

সৌদির পর্যটনখাতের শুভেচ্ছাদূত মেসি। স্বাভাবিকভাবে দেশটির পর্যটন প্রসারে আমন্ত্রণ পেয়ে স্বপরিবারে এই সফরে যান তিনি। তার জন্য পিএসজির অনুমতিও চেয়েছিলেন। কিন্তু অনুমতি না মেলা সত্ত্বেও সৌদিতে যাওয়ায় নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানার মুখে পড়েছেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। 

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের খেলোয়াড়দের জানিয়েছিলেন, যদি তাঁরা লোরিয়াঁকে হারাতে পারেন তবে সোম ও মঙ্গলবার অনুশীলন বন্ধ থাকবে। কিন্তু গত রোববার উল্টো হারায় সোমবার অনুশীলন করার কথা জানান তিনি। এ সময়ই কোচ ও ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোসের কাছে ছুটি চেয়েছিলেন মেসি। কিন্তু তাঁদের কাছে কোনো সবুজ সংকেত না পেলেও সৌদির পর্যটনখাতের শুভেচ্ছাদূত হওয়ায় চুক্তির প্রতি সম্মান জানাতে সৌদি আরবে যান তিনি। 

এমন ঘটনায় জন্য যে মেসি শাস্তি পেতে পারেন, বিষয়টি প্রকাশ্যে আসার পরেই গুঞ্জন শোনা গিয়েছিল। লিগ ওয়ানে পিসএজির পরের দুই ম্যাচে খেলা হবে তাঁর। তবে এমন দুঃসংবাদ শুনলেও সৌদিতে বেশ খোশমেজাজে আছেন মেসি। সৌদির পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব নিজের অফিসিয়াল টুইটার পেজে রাজধানী রিয়াদে আনন্দের সঙ্গে আর্জেন্টাইন তারকার স্বপরিবারে ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ করেছেন। 

মেসির এই সফর যেন নতুন করে তাঁর সৌদি প্রো লিগে যাওয়ার গুঞ্জনকে উস্কে দিল। আগামী জুনে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হবে তাঁর। স্প্যানিশ রেডিও স্টেশন ওন্দা সেরোর বরাতে গতকাল ফোর্বস জানিয়েছে, সৌদির ক্লাব আল-হিলালে যোগ দিতে পারেন মেসি। বার্সেলোনায় ফেরার সম্ভাবনা কম তাঁর। 

সৌদির ক্লাব আল-নাসরে খেলছেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। লিগটির আরেক ক্লাব আল-হিলাল সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে পেতে এর আগে বিশাল অঙ্কের চুক্তির প্রস্তাব দিয়েছিল।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা