হোম > খেলা > ফুটবল

বার্সায় দীর্ঘদিন খেলে যেতে চান লেভা

বয়স ৩৫ ছুঁই ছুঁই রবার্ট লেভানডফস্কির। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় খেলছেন বার্সেলোনার হয়ে। বার্সার জার্সিতে আরও অনেকদিন খেলে যেতে চান লেভানডফস্কি। 

বায়ার্ন মিউনিখে দীর্ঘ ৮ বছরের ক্যারিয়ার শেষে গত বছর বার্সেলোনায় যোগ দিয়েছেন লেভা। চলতি মৌসুমে বার্সার জার্সিতে সব প্রতিযোগিতা মিলে ৩১ ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ২৫ গোল এবং ৬ গোলে অ্যাসিস্ট করেছেন। লা-লিগার পয়েন্ট তালিকায় বার্সার শীর্ষে রয়েছে লেভার ‘গোলমেশিন’ হওয়ার সুবাদে। ১৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা পোলিশ এই ফরোয়ার্ড।

বার্সেলোনায় দীর্ঘদিন খেলে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন লেভা। বার্সা ম্যাগাজিনকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে পোলিশ এই ফরোয়ার্ড বলেন, ‘আমি জানি না বার্সায় আমি আর কত বছর খেলব। আরও কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ে খেলে যেতে পারি বলে আমি বিশ্বাস করি। এটা নিশ্চিত যে শুধু এক-দুই বছর না। এখানে অনেক বছর থাকতে পারব বলে আমি আশা করছি।’

চলমান মৌসুমে বার্সেলোনায় এরই মধ্যে একটা শিরোপা জিতেছেন লেভা। স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জেতে কাতালানরা। ফাইনালে এক গোল করেছেন এবং একটি গোলে অ্যাসিস্ট করেছেন পোলিশ এই ফরোয়ার্ড। এর আগে বায়ার্নের হয়ে টানা ৮ মৌসুম বুন্দেসলিগা জিতেছিলেন লেভা। 

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র