হোম > খেলা > ফুটবল

এখনই রোনালদোদের হুমকি দিয়ে রাখলেন হালান্ড

প্রতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির দ্বৈরথ আকর্ষণের কেন্দ্রে থাকে। নগর প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণে দুই দলের জন্য এই ম্যাচ মর্যাদার লড়াইও বটে। এবার মৌসুম শুরুর আগেই দুই পক্ষের লড়াইটা জমিয়ে দিলেন ম্যানসিটির নতুন তারকা আর্লিং হালান্ড। বলেছেন, ম্যানইউর বিপক্ষে খেলার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি। 

ম্যানইউ ছাড়ার পথে ক্লাবটির পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে রোনালদো যদি শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ম্যানইউতে থেকে যান তবে আসছে মৌসুমে রোনালদোর সঙ্গে হালান্ডের দ্বৈরথ থাকবে আকর্ষণের কেন্দ্রে। এই লড়াইয়ের সম্ভাবনা এখনো ঝুলে থাকলেও, ম্যানইউ বিপক্ষে খেলার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন হালান্ড। 

ম্যানসিটির হয়ে সংবাদ সম্মেলনে আসার পর হালান্ডকে প্রশ্ন করা হয়েছিল, কোন ক্লাবের বিপক্ষে খেলার অপেক্ষায় আছেন তিনি। জবাবে নরওয়েজীয় এই তারকা বলেছেন, ‘আমি শব্দগুলো বলতে চাই না, তবে এটা ম্যানচেস্টার ইউনাইটেড।’ 

সিটিতে এ মৌসুমে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে হালান্ড বলেছেন, ‘প্রত্যাশা হচ্ছে দলে এসে সবাইকে জানা এবং যোগাযোগ তৈরি করা। আর অনেক মজা করা। আমি যখন মজায় থাকি, তখন গোল করতে পারি।’ 

হালান্ড ম্যানসিটিতে সার্জিও আগুয়েরোর উত্তরসূরি হতে যাচ্ছেন। আগুয়েরোকে আদর্শ মেনে নিজেকে গড়ে তুলেছেন হালান্ড। আদর্শের ব্যাপারে জানতে চাইলে হালান্ড বলেন, ‘আমার আদর্শ অবশ্যই বাবা। তবে আগুয়েরোও বটে। আগুয়েরোর অনেক টি-শার্ট আমার বাড়িতে রাখা আছে।’

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’