হোম > খেলা > ফুটবল

লো সেলসোর ছিটকে যাওয়ায় ব্যথিত মেসিরা

২০২২ ফুটবল বিশ্বকাপ শুরু হতে না হতেই চোটে পড়ছেন একগাদা তারকা ফুটবলার। বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন অনেকেই। জিওভানি লো সেলসোর ব্যাপারটাও ঠিক চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার। আর্জেন্টাইন এই মিডফিল্ডারের দুঃখে সমব্যথী হয়েছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা। 

টটেনহাম থেকে ভিয়ারিয়ালে এই মৌসুম ধারে খেলতে গেছেন লো সেলসো। গত ৩০ অক্টোবর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচে চোটে পড়েছিলেন তিনি। তখন থেকেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা কাজ করছিল। অবশেষে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকেই। এরপর গত পরশু নিজের ইনস্টাগ্রাম আইডিতে বিশ্বকাপে না খেলার আক্ষেপ নিয়ে পোস্ট দিয়েছিলেন এই মিডফিল্ডার। তার এই পোস্টে সমবেদনা জানিয়েছেন সতীর্থরা। হার্টের ইমোজি দিয়ে মন্তব্য করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বলেছেন, ‘ফুটবল সবসময় কোনো না কোনো সুযোগ দেয়।’ 

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ৪১ ম্যাচ খেলেছেন লো সেলসো। করেছেন ২ গোল এবং ৮ গোলে করেছেন অ্যাসিস্ট। কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে ২০ নভেম্বর শুরু হচ্ছে ২২ তম ফুটবল বিশ্বকাপ। আর ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপের বাকি দুই দল মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে ২৬ ও ৩০ নভেম্বর খেলবে আলবিসেলেস্তেরা। 

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন