হোম > খেলা > ফুটবল

সতীর্থদের মাঝে কুসংস্কার ছড়িয়ে দিচ্ছেন রোনালদো! 

ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর থেকে বদলে গেছে ক্লাবটির অনেক কিছু। এমনকি ম্যাচের আগে খেলোয়াড়দের অভ্যাসেও এসেছে পরিবর্তন। রোনালদোর সতীর্থ দিয়োগো দালোত বলেছেন, রোনালদো তাঁর ম্যাচের দিনের অভ্যাস বদলে ফেলেছেন। যা এখন দালতের কুসংস্কারে পরিণত হয়েছে। রোনালদোর সঙ্গে মিশে দালতও এখন ম্যাচের আগে কফি খাওয়া শুরু করেছেন। 

রালফ রাংনিক দায়িত্ব নেওয়ার পর থেকে দলে গুরুত্ব বেড়েছে দালতের। শেষ ১২ ম্যাচের ১০টিতেই শুরু থেকে দলে ছিলেন তিনি। সম্প্রতি ম্যানইউর মিডিয়া টিমের এক সঙ্গে এক সাক্ষাৎকারে ম্যাচের আগে নিজের প্রস্তুতিসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। যেখানে তাঁর অভ্যাসে রোনালদোর প্রভাব পড়েছে বলে জানান দালত। 

রোনালদোর সেই প্রভাব কেমন জানতে চাইলে দালত বলেন, ‘সব খেলোয়াড়েরই নিজস্ব কুসংস্কার থাকে। সত্যি কথা বলতে, আমার খুব একটা ছিল না, কিন্তু এখন আছে। এটা মজার গল্প। ম্যাচের আগে আমরা যখন হোটেলে থাকি, তখন ক্রিস্টিয়ানোর (রোনালদো) কফি পান করা শুরু করি। সেটি এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে। সে আমাকে জোর করে কফি পান করানো শুরু করে, কারণ আমি কফি খুব একটা পছন্দ করতাম না। কিন্তু এখন আমি পছন্দ করতে শুরু করেছি।’ 

শুধু দালতই নন, দলের আরও অনেকের অভ্যাস পরিবর্তন করেছেন রোনালদো। এর আগে এরিক বেইলি বলেছিলেন, রোনালদো স্কোয়াডে আসার পর থেকে তাঁরা পুডিং খাওয়া বাদ দিয়েছেন।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ