হোম > খেলা > ফুটবল

ফাইনালে উঠেও যে ‘ভুল’ করলেন জাভি

শ্বাসরুদ্ধকর এক ম্যাচ জিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল টাইব্রেকারে রিয়েল বেতিসকে হারিয়েছে কাতালানরা। তারপরও এই ম্যাচ থেকে ভুল খুঁজে পেলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে গতকাল মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-রিয়েল বেতিস। প্রথমে ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। অতিরিক্ত সময় শেষে ২-২ গোলে ড্র হয় ম্যাচটি। এরপর টাইব্রেকারে গড়ালে ৪-২ গোলে জিতে যায় বার্সেলোনা। যেখানে পেনাল্টি শ্যুটআউটে গোল করেন আনসু ফাতি। এমনকি ৯৩ মিনিটে বার্সার দ্বিতীয় গোলটি করেছিলেন এই ফাতি। স্প্যানিশ এই ফরোয়ার্ডকে বদলি হিসেবে নামানো হয়েছিল ৮৬ মিনিটে। যেখানে জাভিকে দেরীতে নামানো ‘ভুল’ হিসেবে দেখছেন জাভি। বার্সোলোনার কোচ বলেন, ‘আনসুকে আরও আগে সাব করা উচিত ছিল। এটা আমার ভুল ছিল। সে দারুণ ছন্দে আছে। তার পারফরম্যান্সে আমি খুশি।’ 

রিয়েল বেতিসকে হারিয়ে আগামী রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে খেলবে বার্সেলোনা। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে বার্সা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে। 

বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত ৮২ ম্যাচ খেলেছেন ফাতি। ২৪ গোলের সঙ্গে ৯ গোলে অ্যাসিস্ট করেছেন। যেখানে চলতি মৌসুমে খেলেছেন ২৪ ম্যাচ। করেছেন ৫ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩ গোলে।

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ